একটি হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন শালবনি থানার মণ্ডলকুপির বাসিন্দারা। গত তিন দিনে হনুমানের আক্রমণে অন্তত ৬ জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যখন তখন হনুমানটি দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে। জিনিসপত্র লন্ডভন্ড করছে। খবর পেয়ে শুক্রবার বন দফতরের কর্মীরা এলাকায় আসেন। হনুমানটিকে বাগে আনার চেষ্টা করেন। অবশ্য বন দফতরের কর্মীদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। হনুমানটিকে কোনও ভাবেই ধরা যায়নি। শেষমেশ পটকা ফাটিয়ে পর্যন্ত তাকে তাড়ানোর চেষ্টা করেন এলাকার মানুষজন। তাতেও অবশ্য লাভ হয়নি। ফলে, আতঙ্কে রয়েছে মণ্ডলকুপির বাসিন্দারা। শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, “একটি হনুমান দিন কয়েক ধরেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে। বন দফতরের কর্মীরা তাকে ধরার সব রকম চেষ্টা করছেন।”