মানুষের সংস্পর্শে একবার এলে শাবকদেরও আর দলে ফেরায় না হাতিরা। উত্তরবঙ্গের জঙ্গলে এমন বহু উদাহরণ রয়েছে। মানুষের গন্ধ দূর করতে হাতির বিষ্ঠা শরীরে মাখিয়ে শাবককে দলে ভেড়ানোর চেষ্টাও ব্যর্থ হয়েছে বেশ কয়েক বার। বৃহস্পতিবার অবশ্য ডিমডিমা চা বাগানে গর্তে পড়ে যাওয়া একটি শাবককে উদ্ধারের পর ফিরিয়ে নিল হস্তীযূথ। সন্ধ্যা পর্যন্ত বাগান থেকে ছয় কিলোমিটার দূরে দলগাঁও জঙ্গলে ঢোকা পর্যন্ত শাবকটিকে দলের সঙ্গে দেখতে পান বনকর্মীরা। বুধবার রাতে ডিমডিমা বাগানে ঢুকে পড়ে ওই হাতির দলটি। অন্ধকার রাস্তায় পথ চলতে গিয়ে পা হড়কে চা বাগানের কারখানার পেছনের একটি বড় গর্তে পড়ে যায় মাস পাঁচেকের ওই শাবকটি। রাতভর হাতিরা চিৎকার জুড়ে দেয়। হাতিরা সরে যেতে বেলায় স্থানীয় লোকজন শাবকটিকে নালা থেকে তুলে দলে ফেরাতে চেষ্টা করেন। সেই সময়ে মা ছুটে এসে শাবকটিকে নিয়ে ফেরে।
এই তো আমি! রানিগঞ্জে ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।