১টা বা দুটো ডিমের সঙ্গে ১টা লেবুর রস, ১ কাপ দুধ, ২ টেবল চামচ অলিভ অয়েল নিন। যদি তৈলাক্ত চুল হয় তা হলে শুধু ডিমের সাদা অংশ নিন, শুষ্ক চুল হলে শুধু কুসুম, নর্ম্যাল হলে পুরো ডিমের সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে নিন। এই মিশ্রণ স্ক্যাল্পে মাসাজ করুন ১৫ মিনিট। শাওয়ার ক্যাপ পরে থাকুন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
একটা বা দুটো পাকা কলা, ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ মধু ও ১ টেবল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্ক তৈরি করুন। পুরো চুলে এই মাস্ক লাগিয়ে রাখুন ৫ মিনিট। হালকা গরম জলে চুল ধুয়ে নিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে যত্ন করে আঁচড়ে নিন। কলার গন্ধ যদি ভাল না লাগে তা হলে সুন্দর গন্ধযুক্ত কোনও হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।