Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Period

বায়ু দূষণ বাড়িয়ে দিচ্ছে অনিয়মিত পিরিয়ডের সমস্যা

ক্রমাগত বাড়তে থাকা বায়ু দূষণের ফলে বাড়ছে বন্ধ্যাত্ব, পলসিস্টিক ওভারি সিন্ড্রোম, এমনকী বয়ঃসন্ধিতে ডেকে আনছে অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও। জানাচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফল।

উদ্বেগ বাড়ায় পিরিয়ডের সমস্যা। ছবি: শাটারস্টক।

উদ্বেগ বাড়ায় পিরিয়ডের সমস্যা। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৬:১৬
Share: Save:

ক্রমাগত বাড়তে থাকা বায়ু দূষণের ফলে বাড়ছে বন্ধ্যাত্ব, পলসিস্টিক ওভারি সিন্ড্রোম, এমনকী বয়ঃসন্ধিতে ডেকে আনছে অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও। জানাচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফল।

গবেষকরা জানাচ্ছেন, প্রতি দিন প্রশ্বাসের সঙ্গে দূষিত বাতাস শরীরে প্রবেশ করার ফলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যায় ভুগছে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি স্কুলের শ্রুতি মহালিঙ্গাইয়া জানাচ্ছেন, এত দিন পর্যন্ত শ্বাসতন্ত্রের উপর বায়ু দূষণের প্রভাব নিয়েই চিন্তিত ছিলেন গবেষকরা। কিন্তু বায়ু দূষণ আমাদের জননতন্ত্রের উপরও অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে।

একই বিষয়ে সাবধান করেছেন ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞরাও। চিকিত্সক অর্চনা ধওয়ান বাজাজ জানাচ্ছেন, দূষিত পদার্থ শরীরে যাওয়ার ফলে হরমোনের সাম্য নষ্ট হয়। ফলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দেয়। এ ছাড়াও অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত লাইফস্টাইল এবং শরীরচর্চার অভাবও বয়ঃসন্ধিতে পিরিয়ডের সমস্যার অন্যতম বড় কারণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Menstruation Period Air Pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE