Advertisement
০৯ মে ২০২৪
Women News

জার্মানিতে ডান্স ওয়ার্ল্ড কাপে তিনটি ম়েডেল জিতলেন বেঙ্গালুরুর বিনয়া সেশান

বেঙ্গালুরুর ইনভেঞ্চার অ্যাকাডেমির ছাত্রী হিপ-হপ এক্সপার্ট বিনয়া প্রতিযোগিতার আসরে নেমেছিলেন তাঁর লাকি চার্ম নীল ইউনিফর্মেই। সেই লাকি চার্মই তাঁকে ডুয়েট বিভাগে এনে দিয়েছে সোনার মেডেল।

প্রতিযোগিতার আসরে নেমেছিলেন তাঁর লাকি চার্ম নীল ইউনিফর্মেই।

প্রতিযোগিতার আসরে নেমেছিলেন তাঁর লাকি চার্ম নীল ইউনিফর্মেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৮:০২
Share: Save:

৪৩টি দেশ। ১০,০০০ প্রতিযোগী। অসাধারণ সব নৃত্য ভঙ্গিমা। তার মধ্যে থেকেই জার্মানিতে আয়োজিত ডান্স ওয়ার্ল্ড কাপ ২০১৭-য় তিনটি মেডেল জিতে নিলেন ভারতের বিনয়া সেশান। বেঙ্গালুরুর ইনভেঞ্চার অ্যাকাডেমির ছাত্রী হিপ-হপ এক্সপার্ট বিনয়া প্রতিযোগিতার আসরে নেমেছিলেন তাঁর লাকি চার্ম নীল ইউনিফর্মেই। সেই লাকি চার্মই তাঁকে ডুয়েট বিভাগে এনে দিয়েছে সোনার মেডেল। এ ছাড়াও গ্রুপ ও একক বিভাগেও ব্রোঞ্জ মেডেল জিতেছেন বিনয়া।

নাচই তার একমাত্র ভালবাসা নয়। বেঙ্গালুরুর রাজ্য মহিলা ফুটবল দলের সদস্য হিসেবে জাতীয় স্তরেও খেলেছে বিনয়া। নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব ১৯ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার বেঙ্গালুরু দলে। প্রথম শ্রেণিতে প়ড়ার সময় থেকেই ফুটবল আর নাচের প্রতি ভালবাসা ডানা মেলেছিল বিনয়ার মনে। ফুটবল নিয়ে ডান্স পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়েছিল তখনই। দশম শ্রেণিতে পৌঁছেও হারাতে দেয়নি একটাকেও। রয়েছে তবলা, গিটার, পিয়ানোর প্রতি ভালবাসাও।

আরও পড়ুন: ৯২ বছরেও মুগ্ধ করে চলেছেন বিশ্বের এই ওল্ডেস্ট জিমন্যাস্ট

বেঙ্গালুরুর লর্ড বিজয় ডান্স স্কুলের সপ্তাহব্যাপী কর্মশালা বার্সার্কে নির্বাচিত হওয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই দলের সঙ্গেই ২০১৫ সালের ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ মেডেল জেতে বিনয়া। ২০১৬ সালে ওয়ার্ল্ড কাপেও তিনটি মেডেল জিতেছিল সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vinaya Seshan Hip Hop Dance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE