Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঠোঁটের কালো ছোপ তুলবেন কী ভাবে

কথায় আছে কমলা কোয়ার মতো ঠোঁট। ফোলা অভিমানী ঠোঁটই হোক, বা পাতলা আঁকা ঠোঁট। সুন্দর গোলাপি ঠোঁট চেহারায় নিয়ে আসে আলাদা চটক। তবে ঠোঁট ফাটা, ক্লান্তির ফলে গোলাপি ঠোঁট আজ কোথায়? ঠোঁটে কাল ছোপ পড়ে থাকলে একটু যত্ন নিন। ফিরিয়ে আনুন গোলাপি ঠোঁট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ২০:৪১
Share: Save:

কথায় আছে কমলা কোয়ার মতো ঠোঁট। ফোলা অভিমানী ঠোঁটই হোক, বা পাতলা আঁকা ঠোঁট। সুন্দর গোলাপি ঠোঁট চেহারায় নিয়ে আসে আলাদা চটক। তবে ঠোঁট ফাটা, ক্লান্তির ফলে গোলাপি ঠোঁট আজ কোথায়? ঠোঁটে কাল ছোপ পড়ে থাকলে একটু যত্ন নিন। ফিরিয়ে আনুন গোলাপি ঠোঁট।

১। ঠোঁটের রং ধরে রাখতে এক্সফোলিয়েট করা জরুরি। আঙুলের ডগা হালকা জলে ভিজিয়ে নিন। ভেজা আঙুলে চিনি নিয়ে আলতো করে ঠোঁটে ঘষুন। জল দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত দু’বার করুন।

২। প্রতি রাতে শোওয়ার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে শোবেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে।

৩। বাচ্চাদের দাঁত মাজার নরম ব্রিসলের টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে হলকা করে ঘষুন। এতে ঠোঁটে গোলাপি ও ফোলা ভাব আসবে। জোরে একেবারেই ঘষবেন না।

৪। এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে রাখুন। এই মিশ্রণ ঠোঁটে আলতো করে ঘষতে থাকুন। কিছু ক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট ময়শ্চারাইজ করার জন্য এটা খুব ভাল।

৫। ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে শুতে যাওয়ার আগে সারা ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট নরম হবে।

৬। রোদে পুড়েও ঠোঁটে কাল ছোপ পড়তে পারে। বাইরে বেরনোর আগে তাই এসপিএফ ১৫ যুক্ত কোনও লিপ বাম লাগিয়ে নিন। তা ছাড়া অ্যালয়ভেরা জেল লাগিয়েও বাইরে বেরোতে পারেন। ধুলো, ময়লা থেকে রক্ষা করতে অ্যালয়ভেরা জেলা খুব ভাল কাজ করে।

৭। লাল রঙের সবজি বা ফল খেলেও ত্বকের গোলাপি ভাব বজায় থাকে। টমেটো, স্ট্রবেরি জাতীয় ফল বেশি খান।

৮। ঠোঁটের শুষ্ক ভাব কাটাতে প্রচুর জল ও ভিটামিন সি যুক্ত ফলের রস খান।

৯। চা, কফি খাওয়া কমালেও ঠোঁটের রং ধরে রাখা যাবে।

১০। যদি আপনার ঠোঁট কামড়ানো বা চাটা অভ্যাস থাকে তাহলে অবিলম্বে সেই অভ্যাস ত্যাগ করুন। এতে ঠোঁট শুষ্ক হয়ে যায়। ঠোঁট কামড়ানোর অভ্যাস কাটাতে মুখে চিউইং গাম রাখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

black spots on lips women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE