মিষ্টি কুমড়ো এমনই এক সব্জি যা দিয়ে তরকারি বানাতে বিশেষ মশলাপাতি লাগে না। এমনিতেই স্বাদ হয় দারুণ। আজ শিখে নিন কুমড়োর সহজ এক রেসিপি। ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।
কী কী লাগবে: ৫০০ গ্রাম কুমড়ো খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা, অর্ধেকটা মাঝারি মাপের নারকেল কুরনো, ২টো শুকনো লঙ্কা, ১টা তেজপাতা, ১ চা চামচ পাঁচ ফোড়ন, ১ চা চামচ গুঁড়ো হলুদ, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ২টো কাঁচা লঙ্কা চেরা, একমুঠো রোস্টেড় বাদাম, নুন, চিনি ২-৩ চা চামচ, তেল।
কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।
কয়েক সেকেন্ড পর সুন্দর গন্ধ বেরোলে কুমড়ো দিয়ে নুন, চিনি দিয়ে চাপা দিয়ে ৩-৪ মিনিট রাখুন।
গুঁড়ো হলুদ, লাল লঙ্কা গুঁড়ো ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে মিশিয়ে নিন ভাল করে।
৩-৪ মিনিট ভাল করে নেড়ে নিয়ে কোরানো নারকেল দিয়ে দিন।
রোস্টেড বাদাম দিয়ে ভাল করে মিশিয়ে নিন। নারকেলের জল শুকিয়ে গেলে ২-৩ মিনিট আঁচে রেখে নামিয়ে নিন।
গরম ভাত ও ডালের সঙ্গে দারুণ জমে যাবে নারকেল কুমড়ো।
Or
Re-send email
Cancel
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
By proceeding you agree with our Terms of service & Privacy Policy
Please enter the One Time Password, that we have sent on Change
Help us know you more by sharing some additional information
Gender