Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিশ্বাস করুন, আপনি সত্যিই সুন্দরী, দেখুন রাধিকার ভিডিও

প্রকৃত সুন্দরী ছাড়া যোগাযোগ অপ্রয়োজনীয়। এই লাইনটা আর নতুন করে চিনিয়ে দিতে হবে না নিশ্চয়ই? রোজ সকালে খবরের কাগজের বিজ্ঞাপনের পাতা খুললেই জ্বলজ্বল করে এই বাক্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৭:৫১
Share: Save:

প্রকৃত সুন্দরী ছাড়া যোগাযোগ অপ্রয়োজনীয়। এই লাইনটা আর নতুন করে চিনিয়ে দিতে হবে না নিশ্চয়ই? রোজ সকালে খবরের কাগজের বিজ্ঞাপনের পাতা খুললেই জ্বলজ্বল করে এই বাক্য। পরমা সুন্দরী না হলে নিদেন পক্ষে সুশ্রী, গায়ের রং ফর্সা, ছিপছিপে গড়ন, গৃহকর্মে নিপুণা হলেই বিয়ের বাজারে দাম বেড়ে যায় চড়চড় করে। এই শতাব্দী ১৬ পেরিয়ে প্রায় প্রাপ্তবয়স্ক হতে চলল তবু বিজ্ঞাপন রয়ে গেল সেই তিমিরেই। থাকবে নাই বা কেন? আমরাই তো ছুটছি এর পিছনে।

মেয়ে ফর্সা না হলেই চিন্তা শুরু। ‘রংটা একটু চাপা’, ‘কালোর মধ্যে মুখটা মিষ্টি’-নিজেদের বাড়ির মেয়েদেরই তো এ ভাবে দেখি আমরা। কালো গায়ের রঙের মেয়েকে ‘উজ্জ্বল শ্যামবর্ণ’ লিখে উপযুক্ত পাত্রদের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় মরিয়া বাবা। কত বার নিজের সন্তানের দিকে তাকিয়ে বলেছেন সে কত সুন্দর? তাকে বুঝিয়েছেন কোনও দিন সু্ন্দর মানে আসলে কী? সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর বদলে হীনমন্যতায় পথ নিজেই তৈরি করে দিয়েছেন।

অতি পরিচিত এই গল্পগুলোই উঠে এসেছে সাড়ে চার মিনিটের এই ভিডিওতে। কে তৈরি করেছে সুন্দরের সংজ্ঞা? ঠিক কেমন হলে সুন্দর হয় মানুষ? সেই প্রশ্নগুলোই রাধিক আপতে তুলে ধরেছেন এই ভিডিওতে। আর সেই সঙ্গেই রয়েছে সেই অমূল্য মেসেজ। ‘ইউ আর বিউটিফুল’। মুহূর্তে এক চিলতে হাসি ফোটনো থেকে আত্মবিশ্বাস বাড়ানো, জীবনের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য, নিজেকে চেনার জন্য এই একটা কথাই যে যথেষ্ট।

দেখুন সেই ভিডিও

আরও পড়ুন: প্রেগন্যান্সিতেও পোল ডান্স করে মুগ্ধ করলেন ইনি, দেখুন ভাইরাল ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE