Advertisement
E-Paper

কনের সাজের লেটেস্ট ফ্যাশন এখন ঝুমর, আপনি কিনেছেন তো?

বিয়ে এসেই গেল। মাস, সপ্তাহের হিসেব পেরিয়ে এক ডি ডে-র দিন গুনছেন। গয়না সব রেডি তো? কী কী রেখেছেন বলুন তো গয়নায়? হার, দুল, আংটি, টিকলি, নথ, চুড়ি, বালা, চূড় সবই রয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ১৫:০৯

বিয়ে এসেই গেল। মাস, সপ্তাহের হিসেব পেরিয়ে এক ডি ডে-র দিন গুনছেন। গয়না সব রেডি তো? কী কী রেখেছেন বলুন তো গয়নায়? হার, দুল, আংটি, টিকলি, নথ, চুড়ি, বালা, চূড় সবই রয়েছে। তবে বলি আসল জিনিসটাই আপনি মিস করে গিয়েছেন। এ বার ওয়েডিং সিজনে কনের সাজের মোস্ট লাইকড ফ্যাশন ট্রেন্ড এখন ঝুমর।

বিয়ের বেনারসি, সোনার গয়নার সঙ্গে ম্যাচ করে মাথায় পরে নিন সোনালি ঝুমর। কনের সাবেকি কনের সাজের মধ্যেই আসবে আলাদা চমক। বেনারিসর রঙের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে লাল, সবুজ স্টোন বসানো ঝুমরও কিনতে পারেন। তবে বিয়ের দিন সাবেকি সাজই রাখতে চান তাহলে রিসেপশনের দিন তো অবশ্যই পরতে পারেন ঝুমর। যদি লেহঙ্গা পরে তাহলে তো কথা নেই। দারুণ ফ্যাশনেবল একটা ঝুমর কিনে ফেলুন। শাড়ি পরলে পিছনে আঁচল দিয়ে প্লিট করে পরুন। মাথায় ওড়না, ফুল সব ছাড়া শুধু থাকুক একটা ঝমুর। একবারে অন্য রকম লাগবে আপনাকে দেখতে। বাঙালি বিয়েতেও এখন প্রি-ওয়েডিং পার্টি, সঙ্গীত, ব্যাচলেরটে ককটেল পার্টি দিচ্ছেন অনেকেই। এই সব পার্টির সাজেও ঝুমর পরলে জমে যাবে আপনার সাজ।

ঝমুর ব্যাপারটা কী বুঝেছেন তো? এই বছর বলিউডি ওয়েডিং-এর ফ্যাশনেও ছিল ঝমুর। কে কে পরেছিলেন বলুন তো?

দিয়া মির্জা- গত বছর ডিসেম্বরে বিয়ে করেন দিয়া। তখন থেকেই ফ্যাশনে আসছিল ঝুমর। সাবেকি শারারার সঙ্গে দিয়া পরেছিলেন সুন্দর একটা ঝুমর।

সোহা আলি খান- দিয়ার কিছু দিন পরই জানুয়ারি মাসে বিয়ে করেন সোহা। ক্রিম-অরেঞ্জ লেহঙ্গা শাড়ি, সবুজ বিডসের হারের সঙ্গে মাথায় ঝুমর। বিয়ের অনুষ্ঠান সাদামাটা হলেও সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট ব্রাইড সোহা নজর কেড়েছিলেন ফ্যাশনিস্তাদের।

মীরা রাজপুত- এই বছরের ইন্টারনেটে মোস্ট সার্চড বলিউড ব্রাইড তো ইনিই। বিয়ের দিন মীরার সফট পিঙ্ক লেহঙ্গা, দুটো ওড়নার অসাধারণ কম্বিনেশন, নবরত্নের গয়নার সঙ্গে সাবেকি ঝুমর দেখে বাহবা দিয়েছেন সক্কলে। মীরাই যে বছরের সব থেকে স্টাইলিশ ব্রাইড সেই বিষয়ে সন্দেহ নেই।

আনম মির্জা- এনাকে চিনতে পারছেন? ইনি সানিয়া মির্জার ছোট বোন। এই বছর সেপ্টেম্বর মাসে এনগেজমেন্ট হয়েছে আনমের। সে দিন হালকা গোলাপি লেহঙ্গার সঙ্গে খোলা চুলের এক পাশে ঝমুরে ২২ বছরের আনমের রাজকন্যার থেকে কিছু কম লাগছিল না।

গীতা বসরা- হরভজন-গীতা এখন সবথেকে টাটকা নিউলি ওয়েড সেলিব্রিটি কাপল। মেহন্দি থেকে রিসেপশন, প্রতি দিনই উজ্জ্বল রঙের লেহঙ্গা পরেছিলেন গীতা। আর রিসেপশেনে কালচে নীল লেঙ্গরা সঙ্গে উজ্জ্বল হিরের ঝমুরে গীতার সাজ কি ভোলা যায়?

Jhoomer latest wedding fashion mira rajput wedding jewelery wedding fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy