মুখে তেল লাগানোর কথা বললেই মাথায় আসে চিপচিপে তৈলাক্ত ত্বক। কিন্তু জানেই কি তেলেই না কি চকচকে ত্বকের অধিকারী হওয়া যায়। কথায় আছে ক্লিওপেট্রাও নাকি মুখে রোজ মনে তেল দিয়ে মাসাজ করতেন। সেটাই নাকি ছিল তাঁর রূপের রহস্য। জেনে নিন তেলের উপকারিতাগুলি।
১) শুষ্ক ত্বক নিরাময়ে এর জুড়ি মেলা ভার। যে কোনও লোশনের থেকেই খুব ভাল কাজ করে।
২) ফেসিয়াল অয়েল-এ অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন রয়েছে। যা এজিং রুখতে সাহায্য করে। রিঙ্কল কমায়।
৩) অনেকেরই ধারণা তেলজাতীয় উপাদান মুখের র্যাশ বাড়িতে তোলে। কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টো।
৪) খুব ভাল ক্লিনজারেরও কাজ করে তেল। পার্টি থেকে ফিরে ত্বকের মেক আপ তুলতেও অপরিহার্য।
৫) সব শেষে ত্বককে মসৃনও করে খেসিয়াল অয়েল।
সুতরাং ঝলমলে ত্বক পেতে আর পার্লারে ছুটতে হবে না। ফেসিয়াল অয়েল আছে তো!