Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেশের প্রথম রাজ্য: সারোগেসির ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি চালু মহারাষ্ট্রে

সারোগেসির ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি চালু করছে মহারাষ্ট্র সরকার। এবার থেকে সে রাজ্যে সারোগেটেড সন্তানদের ক্ষেত্রেও ১৮০ দিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা।

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ১২:৫০
Share: Save:

সারোগেসির ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি চালু করছে মহারাষ্ট্র সরকার। এবার থেকে সে রাজ্যে সারোগেটেড সন্তানদের ক্ষেত্রেও ১৮০ দিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা। গত কয়েকমাসে গোটা দেশের বিভিন্ন আদালত এই ধরণের ছুটির ক্ষেত্রে রাজ্য সরকার গুলিকে নির্দিষ্ট প্রস্তাব গ্রহণের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ভারতের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্রই এই নির্দেশের বাস্তবায়নের পথে হাঁটল।

সারোগেসি নির্দেশিকা অনুযায়ী মহিলা কর্মীদের আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটির জন্য আবেদন জানাতে হবে। তবে নিজের চাকরীজীবনে মাত্র একবারই এই ধরণের ছুটি পেতে পারেন তারা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরাও সারোগেসির জন্য ছুটির আবেদন করতে পারবেন।

মহারাষ্ট্রে দত্তক সন্তানের ক্ষেত্রেও মায়েরা ৯০ দিন মাতৃত্বকালীন ছুটি পান।

গত বছরই বম্বে হাইকোর্ট সারোগেসির ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির স্বীকৃতির নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন-অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীই এখন ফ্যাশন আ‌ইকন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maharsatra maternity leave surrogacy case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE