মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা। শাশুড়ির খানদানি লেহঙ্গা পরে নিকায় বসেছিলেন করিনা কপূরও। এগুলো সবই তাদের পরিবারের ট্রাডিশন।
বিশেষ দিনের বেনারসি সব মেয়েরাই নিজে পছন্দ করে কিনতে চান। অনেকেই আবার এ দিনের সাজে রাখতে চান মায়ের শাড়ির ছোঁয়া। অন্য দিকে, হাল আমলে বেনারসির মতো ভারী শাড়ি কেনা থেকেও কেউ কেউ পিছিয়ে আসেন। রিসেপশনে হাল্কা কাজের লেহঙ্গাই তাদের পছন্দ। বিয়ের দিন কাজ চালাতে চান মায়ের শাড়ি দিয়েই। যদি আপনি ভেবে থাকেন মায়ের বিয়ের বেনারসি পরেই বসবেন বিয়ের পিঁড়িতে তা হলে মাথায় রাখুন কিছু বিষয়।
যদি মায়ের শাড়ি পরবেন ঠিক করেন তা হলে প্রথমেই দেখে নিন ফ্যাব্রিক ঠিক আছে কিনা। যদি আপনার মা সিল্ক বেনারসি পরে থাকেন তা হলে শাড়ি ভাল থাকার সম্ভাবনা বেশি। যদি টিস্যু বেনারসি পরে থাকেন তা হলে কিন্তু ভাল না-ও থাকতে পারে। যদি মনে হয় পুরনো শাড়ি পিঁজে যেতে পারে, তা হলে পরার ঝুঁকি না নেওয়াই ভাল।