Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Virat Kohli

কোহালিকে রাগিয়ো না, মত ফিঞ্চের

ফিঞ্চ ফাঁস করেছেন, বিরাটের মধ্যে পরিবর্তন এসেছে। তিনি আগের চেয়ে কিছুটা শান্ত হয়েছেন। ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন 
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৪:৩৪
Share: Save:

এ বার আরও এক অস্ট্রেলীয়ের মুখে একই পরামর্শ— বিরাট কোহালিকে রাগিয়ে দিয়ো না। তিনি, অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিজে টেস্ট দলে না থাকলেও সতীর্থদের উদ্দেশে ফিঞ্চের পরামর্শ, কোহালিকে যেন একদমই তাতিয়ে দেওয়া না হয়।

এ বারের আইপিএলেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরে কোহালির নেতৃত্বে খেলেছেন ফিঞ্চ। ভারতীয় অধিনায়ককে কাছ থেকে দেখার ফলেই ফিঞ্চ জানেন, ম্যাচের আগে কতটা প্রস্তুতি নিয়ে নামেন কোহালি। সে সব নিয়ে তিনি মুখ খুলেছেন তাঁর দেশের একটি সংবাদমাধ্যমে। সেখানেই বলেছেন, কোহালিকে উত্তপ্ত করলে উল্টে বিপদে পড়তে হতে পারে। ফিঞ্চ বলেছেন, ‘‘দু’দলের মধ্যে এমন কয়েক জন কঠিন চরিত্র রয়েছে যারা পরিস্থিতির চাপে তেতে উঠবেই। তখনই হয়তো উত্তপ্ত হয়ে উঠবে পরিবেশ। এই সব পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখাটা খুব দরকার।’’ যোগ করছেন, ‘‘কোহালি এক বার তেতে গেলে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে। ও যে কতটা নির্মম হতে পারে তা সবার জানা।’’

ফিঞ্চ ফাঁস করেছেন, বিরাটের মধ্যে পরিবর্তন এসেছে। তিনি আগের চেয়ে কিছুটা শান্ত হয়েছেন। ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেন। ফিঞ্চের কথায়, ‘‘মাঠে বিরাটকে দেখছি, ঠান্ডা মাথায় দল পরিচালনা করছে। মানুষ হিসেবেও আগের চেয়ে কিছুটা যেন শান্ত হয়েছে ও।’’ বিরাট কী ভাবে পরিকল্পনা সাজান, তা দেখেও বিস্মিত ফিঞ্চ। বলছেন, ‘‘একটা ম্যাচের আগে সব রকমের প্রস্তুতি নেয় ও। কত রকম ভাবে বিপক্ষকে সমস্যায় ফেলা যায়, সব উপায় ওর জানা। কিন্তু কখনওই বিপক্ষের শক্তি নিয়ে চিন্তিত হতে দেখিনি। বিরাট সব সময় নিজেদের শক্তি নিয়ে ভাবনা-চিন্তা করে।’’

আরও পড়ুন : নেতৃত্ব চাপে ফেলবে না রাহানেকে, বিশ্বাস গাওস্করের

আরও পড়ুন : মাথা গরম করে সতীর্থকে মারতে গেলেন মুশফিকুর

বিরাটের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা কী রকম? ফিঞ্চের জবাব, ‘‘বেশ ভালই। ওর প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ পছন্দ হওয়ার মতো। প্রত্যেককে আত্মবিশ্বাস দেয়। এ রকম ব্যক্তিত্বের সঙ্গে ড্রেসিংরুমে থাকতে ভাল লাগবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE