Advertisement
২৪ এপ্রিল ২০২৪
মার্ক উড

উডের ১৪৭ কিমির আগুনে ডেলিভারিতে ভেঙে দু’টুকরো ম্যাথুজের ব্যাট

প্রথম টেস্টের শুরুতেই বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। ১১ ওভারের মধ্যে ২৫ রানে ৩ উইকেট হারায় তারা।

ম্যাথুজের ব্যাট ভাঙলেন উড। ফাইল ছবি

ম্যাথুজের ব্যাট ভাঙলেন উড। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৭:৫০
Share: Save:

আগুনে পেস বোধহয় একেই বলে। বৃহস্পতিবার মার্ক উড সেটাই দেখালেন। ইংরেজ পেসারের ১৪৭ কিমি গতিবেগে করা বলে ভেঙে দু’টুকরো হয়ে গেল শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট।

এদিন শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। ম্যাচের দশম ওভার চলছিল। প্রথম ওভার বল করতে এসেই আগুন ঝরাচ্ছিলেন উড। ওভারের চারটে বলই ঘণ্টায় ৯০ মাইলের উপরে ছিল। পঞ্চম ডেলিভারিটি এসে আছড়ে পড়ে ম্যাথুজের ব্যাটে।

ম্যাথুজ ডিফেন্ড করতে গিয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লাগা মাত্র সেটি দু’ভাগে ভেঙে যায়। দুটি টুকরো ধরে হাসতে দেখা যায় ম্যাথুজকে। উড-সহ বাকি ইংরেজ ক্রিকেটাররাও হাসছিলেন। কেউ কেউ এসে উডের পিঠ চাপড়ে দেন।

প্রথম টেস্টের শুরুতেই বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। ১১ ওভারের মধ্যে ২৫ রানে ৩ উইকেট হারায় তারা। দুরন্ত বোলিং করছিলেন স্টুয়ার্ট ব্রড। শেষে ম্যাথুজ এবং দীনেশ চন্ডীমল এসে লঙ্কার পতন বাঁচান।

আরও খবর: দ্বিতীয় রাউন্ডেই লড়াই শেষ ক্লান্ত সাইনার

আরও খবর: মারাদোনার মৃত্যু রহস্য ফাঁস করতে তৈরি হল ওয়েবসিরিজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE