Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India vs England

এবার মোতেরায় পিঙ্ক বল টেস্ট, ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে

২৪ ফেব্রুয়ারি মোতেরাতে হবে দিন রাতের টেস্ট।

মোতেরাতে ভারত বনাম ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট। ছবি: বিসিসিআই

মোতেরাতে ভারত বনাম ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট। ছবি: বিসিসিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৭:২২
Share: Save:

ভারতের মাটিতে দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট হবে আমদাবাদের মোতেরাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। ২৪ ফেব্রুয়ারি মোতেরাতে হবে দিন রাতের টেস্ট।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, চেন্নাইতে প্রথম টেস্ট হবে ৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্টও চেন্নাইতে ১৩ ফেব্রুয়ারি থেকে। সিরিজের তৃতীয় ম্যাচ পিঙ্ক বল টেস্ট। দিন রাতের সেই ম্যাচ মোতেরাতে ২৪ ফেব্রুয়ারি থেকে। শেষ টেস্টও হবে মোতেরাতেই। ৪ মার্চ শুরু হবে সেই ম্যাচ। এর পর ২ দলের মধ্যে খেলা হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুরু হবে ১২ মার্চ থেকে। ৫টি ম্যাচই আমদাবাদে। একদিন অন্তর হওয়া ম্যাচগুলির শেষ ম্যাচ ২০ মার্চ। এর পর দুই দল চলে যাবে পুনেতে একদিনের সিরিজ খেলতে। সেখানে প্রথম একদিনের ম্যাচ ২৩ মার্চ। একই মাঠে সিরিজের বাকি দুটো ম্যাচ ২৬ এবং ২৮ মার্চ।

২০২০ সালের সেপ্টেম্বর, অক্টোবর মাসে ইংল্যান্ডের ভারত সফরের কথা ছিল। করোনা অতিমারির কারণে ২ দেশের সম্মতিতে তা পিছিয়ে দেওয়া হয়। সেই সিরিজই এবার হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নতুন করে তৈরি হওয়া মোতেরাতে ১ লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারবেন। গুজরাতে ক্রিকেট একাডেমি উদ্বোধন করতে এসে দিন-রাতের টেস্টের ঘোষণা করেন জয়। তাঁর সঙ্গে ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বুধবার ক্রিকেট থেকে অবসর নেওয়া পার্থিব পটেলও।

ভারতীয় দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিচ্ছে বিদেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলার জন্য। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিন রাতের টেস্ট দিয়েই শুরু হবে টেস্ট সিরিজ।

আরও পড়ুন: স্টিভ স্মিথ নিজেই চিন্তিত অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs England Motera Stadium Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE