Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুরন্ত হায়দরাবাদ থামাল ধোনিহীন চেন্নাইয়ের জয়রথ

ধোনিহীন চেন্নাইকে হারতে হল মিডল অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতায়। হায়দরাবাদে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন এই ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক সুরেশ রায়না।

সফল: চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭ রানে দুই উইকেট রশিদের। পিটিআই

সফল: চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭ রানে দুই উইকেট রশিদের। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৪:২৩
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি খেলতে পারলেন না। চেন্নাই সুপার কিংসের জয়রথও থেমে গেল। বুধবার উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছয় উইকেটে হারতে হল সিএসকে-কে। এই জয়ের ফলে হায়দরাবাদ উঠে এল পাঁচ নম্বরে। কলকাতা নাইট রাইডার্স নেমে গেল ছয়ে। চেন্নাই থেকে গেল আইপিএল লিগ শীর্ষেই।

ধোনিহীন চেন্নাইকে হারতে হল মিডল অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতায়। হায়দরাবাদে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন এই ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক সুরেশ রায়না। ওপেনিং জুটিতে শেন ওয়াটসন এবং ফ্যাফ ডুপ্লেসি মিলে ৯.৫ ওভারে ৭৯ রান যোগ করেন। কিন্তু তার পরে চেন্নাইয়ের মিডল অর্ডার ব্যাটসম্যানরা রানের গতি সে ভাবে বাড়াতে পারেননি।

চেন্নাইয়ের রান ওঠার গতি আটকে দেন হায়দরাবাদের লেগস্পিনার রশিদ খান। রশিদ চার ওভার বল করে ১৭ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। এক ওভারে রায়না এবং কেদার যাদবকে ফিরিয়ে দেন রশিদ। যে কারণে রান ওঠার গতি আটকে যায়। অম্বাতি রায়ডু এবং রবীন্দ্র জাডেজা মিলে ৩১ রান যোগ করতে ৩২ বল নিয়ে নেন।

এই ম্যাচে আরও একটা আকর্ষণ ছিল বিজয় শঙ্কর বনাম অম্বাতি রায়ডু দ্বৈরথ। বিশ্বকাপ দল ঘোষণার পরে নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ মন্তব্য করেছিলেন, বিজয় শঙ্কর হল ‘থ্রি ডাইমেনশনাল’ ক্রিকেটার। অর্থাৎ যে ক্রিকেটার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দলকে সাহায্য করতে পারবেন। সম্ভবত যা শোনার পরেই দল থেকে বাদ পড়া রায়ডু গত কাল টুইট করেন, ‘‘বিশ্বকাপ দেখার জন্য একটা থ্রি ডি চশমা কিনব।’’ মনে করা হচ্ছে, রায়ডুর বদলে বিজয় শঙ্করকেই চার নম্বরের জন্য নেওয়া হয়েছে। যে কারণে রায়ডুর ওই টুইট।

এ দিন এই দুই ক্রিকেটারের কেউই নজরে পড়ার মতো কিছু করতে পারেননি। রায়ডু ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। বিজয় শঙ্করের ব্যাট থেকে পাওয়া গিয়েছে মাত্র সাত রান। চেন্নাই ইনিংসে রায়ডুকে এক ওভার বল করেছিলেন বিজয় শঙ্কর। কিন্তু সেই ওভারে বিশেষ কিছু হয়নি। রায়ডুকে আউট করতে না পারলেও ওই ওভারে বেশি রান দেননি শঙ্কর। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের ওপেনাররা জয়ের রাস্তাটা পরিষ্কার করে দেন। ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার ২৫ বলে ৫০ করেন। জনি বেয়ারস্টো ৪৪ বলে ৬১ রান করেন। দু’জনের দাপটে জয় পায় হায়দরাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE