Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শুধু রাসেলে ডুবে নেই ফ্লেমিং

এটা ঠিক যে, রাসেল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু বাকি ক্রিকেটারেরাও খুব ভাল খেলেছে। সেই তথ্যকে উপেক্ষা করার উপায় নেই।

নজরে: চেন্নাইয়ে স্ত্রী লোরার সঙ্গে আন্দ্রে রাসেল। সোমবার। টুইটার

নজরে: চেন্নাইয়ে স্ত্রী লোরার সঙ্গে আন্দ্রে রাসেল। সোমবার। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৪:২০
Share: Save:

দুরন্ত ছন্দে থাকলেও আন্দ্রে রাসেলকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ স্টিভন ফ্লেমিং। সোমবার সাংবাদিক বৈঠকে এসে চেন্নাই সুপার কিংস দলের কোচ বলে দিলেন, ‘‘আমাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অনেক অস্ত্র রয়েছে। ওদের দলে ছ’জন দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে। ক্রিস লিন, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পার মতো ক্রিকেটার। সকলকে নিয়েই সতর্ক থাকতে হবে। শুধুমাত্র রাসেল নিয়ে ভাবতে রাজি নই।’’

সেখানেই না থেমে মহেন্দ্র সিংহ ধোনিদের কোচ আরও বলেছেন, ‘‘এটা ঠিক যে, রাসেল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু বাকি ক্রিকেটারেরাও খুব ভাল খেলেছে। সেই তথ্যকে উপেক্ষা করার উপায় নেই। দল হিসেবেই কেকেআরের বিরুদ্ধে লড়াই করতে হবে।’’

আরও পড়ুন: অপারেশন চেন্নাই সফল করতে দলে কি একটি পরিবর্তন করতে চলেছে কেকেআর?

চিপকের মন্থর উইকেট বরাবরই বড় অস্ত্র সিএসকে-র। যেখানে বরাবর স্পিনাররাই ম্যাচের নির্ধারক হয়ে দাঁড়িয়েছেন। মঙ্গলবার রাসেলকে তা হলে কোন অস্ত্রে বেঁধে রাখা হবে? পরিচিত সেই স্পিন না কি জোরে বোলারদের ব্যবহার করে? ফ্লেমিং অবশ্য নিজস্ব যুক্তি থেকে সরে আসার কারণ খুঁজে পাননি। তাঁর পাল্টা যুক্তি, স্পিন হোক বা সিম বোলিং— লক্ষ্যে নির্ভুল থেকে বোলিং করতে হবে। তিনি বলেছেন, ‘‘এটা এখন আর কোনও গোপন তথ্য নয় যে, আমাদের দলে স্পিনারদের পাল্লা ভারী। সেই জায়গা থেকে সকলেই ধরে নেবেন যে, স্পিন দিয়েই ওকে নিষ্ক্রিয় রাখা সম্ভব। তবে রাসেলের বিরুদ্ধে অন্য কোনও উপায় খুঁজে বার করা যায় কি না, সেটাও দেখতে হবে।’’

ফ্লেমিং এ-ও মনে করিয়ে দিয়েছেন শুধু রাসেল বলেই নয়, বিশ্ব ক্রিকেটে বিগ হিটারদের বিরুদ্ধে স্পিনার বা পেসারদের শুরু থেকে শেষ পর্যন্ত সতর্ক থেকেই বল করতে হবে। সিএসকে কোচের কথায়, ‘‘রাসেল, ধোনি, পোলার্ড বা হার্দিক পাণ্ড্যর মতো হিটারদের বিরুদ্ধে স্পিনার বা সিমার, যারাই বল করুক তাদের নিখুঁত থাকতেই হবে। বিশেষ করে, শেষের কয়েক ওভারে চাপ তো থেকেই যায়।’’

সেই সূত্র ধরেই উঠেছে প্রশ্ন, তবে কি মঙ্গলবার ডেথ ওভারে স্পিনারদের হাতেই বল তুলে দেওয়া হবে? ফ্লেমিং বলেছেন, ‘‘হতে পারে। যদি উইকেটে শিশির থাকে, তা হলে মিচেল স্যান্টনারের মতো স্পিনারও শেষের দিকের ওভারে বোলিং করতে পারে। সমস্ত সম্ভাবনার রাস্তা খোলা রেখে আমাদের মাঠে নামতে হবে।’’ ফ্লেমিং শুনিয়ে দিয়েছেন, ক্রিকেটীয় পরিসংখ্যান এবং ম্যাচের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত পর্যালোচনার তত্ত্বে তাঁরা বিশ্বাসী নন। তাঁর কথায়, ‘‘আমরা ওই রাস্তা থেকে নিজেদের অনেকটা দূরে রেখে চলি। অনেক দল রয়েছে যারা এই ধরনের অতিরিক্ত ক্রিকেটীয় পরিসংখ্যান এবং পর্যালোচনার চাপে আক্রান্ত। আমরা সেই রাস্তায় হাঁটি না।’’ যোগ করেছেন, ‘‘অভিজ্ঞতা বলছে, এই অতিরিক্ত তথ্য সন্ধান করা একটা দলকে বিভ্রান্তই করে দেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE