Advertisement
২০ এপ্রিল ২০২৪
IPL 2019

অপারেশন চেন্নাই সফল করতে দলে কি একটি পরিবর্তন করতে চলেছে কেকেআর?

পজিটিভ এনার্জিতে ফুটছে কলকাতা নাইট রাইডার্স শিবির। আজ চিদম্বরম স্টেডিয়ামে নাইটদের সামনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৭:২৭
Share: Save:
০১ ১২
পজিটিভ এনার্জিতে ফুটছে কলকাতা নাইট রাইডার্স শিবির। আজ চিদম্বরম স্টেডিয়ামে নাইটদের সামনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। একেবারে তুলকালাম লড়াই। লিগ টেবিলে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত বিপক্ষকে ভালই চাপে রেখেছে। আজ টিম ধোনির চেন্নাইকে হারাতে কোন ১১ জনকে নামাবে নাইটরা?

পজিটিভ এনার্জিতে ফুটছে কলকাতা নাইট রাইডার্স শিবির। আজ চিদম্বরম স্টেডিয়ামে নাইটদের সামনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। একেবারে তুলকালাম লড়াই। লিগ টেবিলে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত বিপক্ষকে ভালই চাপে রেখেছে। আজ টিম ধোনির চেন্নাইকে হারাতে কোন ১১ জনকে নামাবে নাইটরা?

০২ ১২
প্রসিদ্ধ কৃষ্ণ থাকতে পারেন এগারো নম্বরে। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। গত ম্যাচে গতি আর মানসিকতার জন্য নজর কেড়েছেন তিনি।

প্রসিদ্ধ কৃষ্ণ থাকতে পারেন এগারো নম্বরে। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। গত ম্যাচে গতি আর মানসিকতার জন্য নজর কেড়েছেন তিনি।

০৩ ১২
দশ নম্বরে থাকতে পারেন গত ম্যাচে অভিষেক হওয়া হ্যারি গার্নি। জয়পুরের মন্থর পিচে গার্নির স্লো বলের হদিশ পাননি স্টিভ স্মিথ, স্টোকসরা। অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া গার্নি আজ পার্থক্য গড়ে দিতে পারে।

দশ নম্বরে থাকতে পারেন গত ম্যাচে অভিষেক হওয়া হ্যারি গার্নি। জয়পুরের মন্থর পিচে গার্নির স্লো বলের হদিশ পাননি স্টিভ স্মিথ, স্টোকসরা। অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া গার্নি আজ পার্থক্য গড়ে দিতে পারে।

০৪ ১২
নয় নম্বরে থাকার কথা কুলদীপ যাদবের। চায়নাম্যানের ভেল্কিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার। গত ম্যাচেও দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। মাহিকে তিনি আজ আউট করতে চাইবেনই।

নয় নম্বরে থাকার কথা কুলদীপ যাদবের। চায়নাম্যানের ভেল্কিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার। গত ম্যাচেও দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। মাহিকে তিনি আজ আউট করতে চাইবেনই।

০৫ ১২
পীযূষ চাওলা নামতে পারেন আট নম্বরে। গত ম্যাচে পাওয়ার প্লে-তে বল করে জস বাটলারকে আটকে রেখে দেন পীযূষ। উইকেট না পেলেও চার ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। ওঁর গুগলি মারতে সমস্যায় পড়েছেন ব্যাটসম্যানরা।

পীযূষ চাওলা নামতে পারেন আট নম্বরে। গত ম্যাচে পাওয়ার প্লে-তে বল করে জস বাটলারকে আটকে রেখে দেন পীযূষ। উইকেট না পেলেও চার ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। ওঁর গুগলি মারতে সমস্যায় পড়েছেন ব্যাটসম্যানরা।

০৬ ১২
সাতে নামতে পারেন ‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি’ আন্দ্রে রাসেল। পর পর ম্যাচ জিতিয়েছেন তিনি। তিনি খেলবেন না এমনটা ভাবাই যায় না। তাঁর ব্যাটের জাদুতেই আইপিএল জেতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে নাইটরা।

সাতে নামতে পারেন ‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি’ আন্দ্রে রাসেল। পর পর ম্যাচ জিতিয়েছেন তিনি। তিনি খেলবেন না এমনটা ভাবাই যায় না। তাঁর ব্যাটের জাদুতেই আইপিএল জেতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে নাইটরা।

০৭ ১২
ছয় নম্বরে নামার কথা শুভমন গিলের। আইপিএলে বেশ ভাল খেলছেন তিনি। চাপের মুখে দলকে জেতানোর ক্ষমতাও রাখেন। মিডল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি।

ছয় নম্বরে নামার কথা শুভমন গিলের। আইপিএলে বেশ ভাল খেলছেন তিনি। চাপের মুখে দলকে জেতানোর ক্ষমতাও রাখেন। মিডল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি।

০৮ ১২
নিজের ঘরের মাঠে পাঁচ নম্বরে নামতে পারেন অধিনায়ক দীনেশ কার্তিক। পাঁচ নম্বরে নামার কথা অধিনায়ক দীনেশ কার্তিকের। মাহির দলকে চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও উইকেটকিপার-ব্যাটসম্যান দলের বড় ভরসা।

নিজের ঘরের মাঠে পাঁচ নম্বরে নামতে পারেন অধিনায়ক দীনেশ কার্তিক। পাঁচ নম্বরে নামার কথা অধিনায়ক দীনেশ কার্তিকের। মাহির দলকে চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও উইকেটকিপার-ব্যাটসম্যান দলের বড় ভরসা।

০৯ ১২
চার নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। এর আগের ম্যাচগুলিতে তাঁর ব্যাটে ভর করে অনেকটাই এগিয়েছে নাইটরা।

চার নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। এর আগের ম্যাচগুলিতে তাঁর ব্যাটে ভর করে অনেকটাই এগিয়েছে নাইটরা।

১০ ১২
তিন নম্বরে নামতে পারেন রবীন উথাপ্পা। গত ম্যাচগুলিতে চাপের মুখে যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল তাঁর। নীতীশ রাণার সঙ্গে জুটিও চমৎকার। 

তিন নম্বরে নামতে পারেন রবীন উথাপ্পা। গত ম্যাচগুলিতে চাপের মুখে যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল তাঁর। নীতীশ রাণার সঙ্গে জুটিও চমৎকার। 

১১ ১২
গত ম্যাচে ছয় ওভার বাকি থাকতেই ম্যাচ দীনেশ কার্তিকদের পকেটে, তাই দলের আত্মবিশ্বাস  তুঙ্গে। গত ম্যাচে জয়ের অন্যতম কারিগর সুনীল নারাইনের নামার কথা দু’ নম্বরে। ২৫ বলে ৪৭ করে দলকে জিতিয়েছেন। কে নামবেন তাঁর সঙ্গে?

গত ম্যাচে ছয় ওভার বাকি থাকতেই ম্যাচ দীনেশ কার্তিকদের পকেটে, তাই দলের আত্মবিশ্বাস  তুঙ্গে। গত ম্যাচে জয়ের অন্যতম কারিগর সুনীল নারাইনের নামার কথা দু’ নম্বরে। ২৫ বলে ৪৭ করে দলকে জিতিয়েছেন। কে নামবেন তাঁর সঙ্গে?

১২ ১২
ম্যাচে ওপেন করার কথা ক্রিস লিনেরই। তাঁর সঙ্গে নারাইনের জুটি দলকে সহজে জয়ের পথে দেখিয়েছে গত ম্যাচে। তবে কোনও কোনও মহল বলছে, তাঁর বদলে কার্লোস ব্রেথওয়েটকে দিয়েও ওপেন করিয়ে দেখে নিতে পারে কেকেআর।

ম্যাচে ওপেন করার কথা ক্রিস লিনেরই। তাঁর সঙ্গে নারাইনের জুটি দলকে সহজে জয়ের পথে দেখিয়েছে গত ম্যাচে। তবে কোনও কোনও মহল বলছে, তাঁর বদলে কার্লোস ব্রেথওয়েটকে দিয়েও ওপেন করিয়ে দেখে নিতে পারে কেকেআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE