Advertisement
০২ মে ২০২৪

সেই পয়া মাঠে এ বারেও ভাল বোলিং করতে চান ইশান্ত 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতকে আশার আলো দেখালেও, শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তাই হতাশ হয়ে রয়েছেন ইশান্ত শর্মা।

আশা: তৈরি ইশান্ত। ফাইল চিত্র

আশা: তৈরি ইশান্ত। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৫:১৯
Share: Save:

নিজেকে বদলে ইশান্ত শর্মা এখন ভারতীয় দলের একজন কার্যকরী বোলার। যিনি দলকে ম্যাচ জেতানোর জন্যই মাঠে নামেন। তাঁর মতে, ‘‘দলের জয়ই আমার প্রধান লক্ষ্য। তার পরে নিজের পারফরম্যান্স। ভবিষ্যতেও দলের সাফল্যের জন্যই সব ম্যাচ খেলব।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতকে আশার আলো দেখালেও, শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তাই হতাশ হয়ে রয়েছেন ভারতীয় দলের এই পেসার। কিন্তু বলছেন, নিজেকে অনেক বদলে ফেলেছেন বলেই এখন আগের চেয়ে অনেক ভাল বোলিং করতে পারছেন তিনি। ধারাবাহিক সাফল্যও পাচ্ছেন। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ইশান্ত বলেন, ‘‘আমার লক্ষ্য এখন একটাই। দলকে জেতানো। সে ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। যেখানেই যাই না কেন, আমার এটাই লক্ষ্য। মানসিকতা অনেক বদলে ফেলেছি আমি। তাই হয়তো গত ১৯ ম্যাচে ৭৩ উইকেট তুলতে পেরেছি।’’

একশো টেস্ট থেকে যিনি আর ১৭ ম্যাচ দূরে, সেই দিল্লির ৩০ বছর বয়সি পেসার নিজের এই পরিবর্তন নিয়ে বলছেন, ‘‘এখন আমি লম্বা স্পেলে বল করতে পারি। যা হয়তো আগে ঠিক মতো পারতাম না। আসলে বোলিংয়ের প্রক্রিয়ায় মন দিয়েছি। যেটা করা উচিত।’’ ইশান্ত আরও বলেছেন, ‘‘সবারই একটা পরিকল্পনা থাকে। আমিও ব্যতিক্রম নই। সেই পরিকল্পনা কার্যকর হলে আত্মবিশ্বাস পাওয়া যায়। আনন্দ পাওয়া যায়। যেটা এগিয়ে যাওয়ার পথে খুবই প্রয়োজন। একজন বোলার উইকেট না পেলে কেউই খুশি হয় না। লোকে বলে, ‘ভাল বল করেছ। কিন্তু তোমার ভাগ্যটা খারাপ। এটা একটা বয়স পর্যন্ত ভাল লাগে, কিন্তু সিনিয়র হয়ে গেলে আর তা শুনতে ভাল লাগে না। তখন উইকেট দরকার হয়। পারফরম্যান্স দেখাতেই হয়।’’

বিশেষজ্ঞরা এখন বলছেন, ইশান্তের মধ্যে অনেক পরিণতবোধ দেখা যাচ্ছে। যা তাঁর বোলিংয়ে ছাপ ফেলেছে। নিজের বোলিং-দর্শন নিয়ে ইশান্ত বলছেন, ‘‘সমানে একটা নির্দিষ্ট লেংথে বল করে যেতে পারলে সাফল্য আসে। আত্মবিশ্বাসও বাড়ে। ব্যাটসম্যানের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করলে, সে একটা সময়ে ভুল করেই। এ ভাবেই সাফল্য আসে।’’

বার্মিংহামে ছ’উইকেট নেওয়ার পরে এ বার লর্ডসে পরীক্ষা। এ বার আরও ভাল পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আশাবাদী ইশান্ত। চার বছর আগে এই মাঠে টেস্ট জিতেছিল ভারত। ম্যাচের সেরার খেতাব পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিনি সাত উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন।

২০১১-য় ভারত জিততে না পারলেও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি। এ বারেও সে রকমই কিছুর আশা দেখছেন ইশান্ত। বলেন, ‘‘লর্ডসে ভাল স্মৃতি আছে আমার। শেষ বার সাত উইকেট পেয়েছিলাম এখানে। এ বারেও আশা করি ভাল বোলিং করব। কিন্তু দলকে জিতিয়ে তার পরে নিজের পারফরম্যান্স নিয়ে আনন্দ করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Ishant Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE