Advertisement
E-Paper

‘ড্রিম ইলেভেন’ সরলেও বোর্ডের তহবিলে এখন আরও বেশি টাকা! তবে জয় শাহের আইসিসি কমিয়ে দিল বরাদ্দ

ভারতীয় বোর্ডের মূল স্পনসরের দায়িত্ব থেকে সরে গিয়েছে ‘ড্রিম ইলেভেন’ সংস্থা। তাতেও সমস্যা হল না। গত অর্থবর্ষে লাভই করেছে তারা। সৌজন্যে দু’টি সংস্থার সঙ্গে চুক্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩৮
cricket

ভারতীয় ক্রিকেট বোর্ডের দফতর। — ফাইল চিত্র।

এ বছরের মাঝামাঝি ভারতীয় বোর্ডের মূল স্পনসরের দায়িত্ব থেকে সরে গিয়েছিল ‘ড্রিম ইলেভেন’ সংস্থা। তাতেও কোনও সমস্যা হল না বোর্ডের। গত অর্থবর্ষে লাভই করেছে তারা। সৌজন্যে দু’টি সংস্থার সঙ্গে চুক্তি। অ্যাপেক্স কাউন্সিলে যে হিসাব দেখানো হয়েছে, তাতে ‘অ্যাডিডাস’ এবং ‘অ্যাপোলো টায়ার্স’-এর সঙ্গে দু’টি আলাদা চুক্তি করে বোর্ডের লাভের পরিমাণ বেড়েছে।

‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের দাবি, জার্সি নিয়ে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে আড়াই বছরের। পাশাপাশি নতুন মূল স্পনসর হিসাবে এসেছে অ্যাপোলো টায়ার্স। এতেই লভ্যাংশ কমেনি। অগস্টে ৩৫৮ কোটি টাকার চুক্তি ভেঙে সরে গিয়েছিল ড্রিম ইলেভেন। কেন্দ্রীয় সরকার ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট ২০২৫’ এনে সব ধরনের রিয়্যাল-টাইম গেমিং বন্ধ করে দিয়েছিল। ক্ষতির হাত থেকে বাঁচতেই সরে যায় ড্রিম ইলেভেন।

বুধবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে প্রাক্তন কোষাধ্যক্ষ প্রভতেজ সিংহ ভাটিয়া যে হিসাব দিয়েছেন, তাতে বোর্ডের অর্থ ৭,৯৮৮ কোটি থেকে বেড়ে হয়েছে ১১,৩৪৬ কোটি টাকা। অর্থাৎ লাভ ৩,৩৫৮ কোটি টাকা। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য আনুমানিক আয় ধরা হয়েছে ৮,৯৬৩ কোটি।

জয় শাহের আইসিসি ক্ষতির সম্মুখীন হওয়ায় সেখান থেকে ভারতের পাওয়া লভ্যাংশের পরিমাণ কমে গিয়েছে। তার প্রভাব পড়েছে বিসিসিআইয়ের বাজেটেও। আগামী অর্থবর্ষে আইসিসি-র থেকে ১৫০০ কোটি টাকা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বোর্ড জানিয়েছে, ক্রিকেটের পরিকাঠামোয় উন্নতির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

BCCI ICC Dream11
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy