Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Wellington Test

ফের ব্যর্থ বিরাট-পূজারা, ওয়েলিংটনে অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড

দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ১৪৪। ক্রিজে অপরাজিত আছেন অজিঙ্ক রাহানে (২৫) ও হনুমা বিহারি (১৫)। নিউজিল্যান্ডের সফলতম বোলার ট্রেন্ট বোল্ট (৩-২৭)।

উচ্ছ্বসিত বোল্ট। ওয়েলিংটনে রবিবার। ছবি: এএফপি।

উচ্ছ্বসিত বোল্ট। ওয়েলিংটনে রবিবার। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
ওয়েলিংটন শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১২:২১
Share: Save:

ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড। ভারতীয় দল ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে চলতি টেস্টে। ফলে, সিরিজে ০-১ পিছিয়ে পড়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে। তৃতীয় দিনের শেষে ভারত এখনও ৩৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ছয় উইকেট।

প্রথম ইনিংসে ভারত তুলেছিল ১৬৫ রান। জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৪৮ রানে। ইশান্ত শর্মা পাঁচ উইকেট নিলেনও কিউয়ি টেলএন্ডাররা প্রতিরোধ গড়ে তুলে হতাশ করলেন ভারতীয়দের। কলিন ডি গ্র্যান্ডহোম (৪৩), কাইল জেমিসন (৪৪), ট্রেন্ট বোল্টরা (৩৮) কেউই সহজে উইকেট দেননি। পাঁচ উইকেটে ২১৬ রান নিয়ে শুরু করে তাই প্রায় সাড়ে তিনশো তুলে ফেলে কিউয়িরা। ১৮৩ রানের লিড নেয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ইশান্ত (৫-৬৮) ছাড়া উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন (৩-৯৯), জশপ্রীত বুমরা (১-৮৮) ও মহম্মদ শামি (১-৯১)।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের প্রথম উইকেট পড়ে ২৭ রানে। পৃথ্বী শ (১৪) ছাড়াও ব্যর্থ চেতেশ্বর পূজারা (১১), বিরাট কোহালি (১৯)। ময়াঙ্ক আগরওয়াল (৫৮) একমাত্র লড়ছিলেন। কিন্তু বিতর্কিত আউটে ফিরতে হল তাঁকে। দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ১৪৪। ক্রিজে অপরাজিত আছেন অজিঙ্ক রাহানে (২৫) ও হনুমা বিহারি (১৫)। নিউজিল্যান্ডের সফলতম বোলার ট্রেন্ট বোল্ট (৩-২৭)।

আরও পড়ুন: হটস্পট বলল নট আউট, স্রেফ স্নিকোমিটারের ভরসাতে আউট ময়াঙ্ক! বিতর্ক তুঙ্গে

আরও পড়ুন: দুই ইনিংসেই ব্যর্থ, পৃথ্বীর জায়গায় শুভমনকে দলে নেওয়ার দাবি​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE