Advertisement
০৭ মে ২০২৪
Cricket

কাকে বল করা কঠিন? রশিদ নিলেন এই ভারতীয় ব্যাটসম্যানের নাম 

পন্থ এখন সমালোচনার স্বীকার হচ্ছেন। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেছেন না। সুযোগ মিললেও তার সদ্ব্যবহার করতে পারছেন না।

রশিদ খানকে সামলাতে বেগ পান ব্যাটসম্যানরা।

রশিদ খানকে সামলাতে বেগ পান ব্যাটসম্যানরা।

সংবাদ সংস্থা 
বেঙ্গালুরু শেষ আপডেট: ১০ জুন ২০২০ ১৯:২৭
Share: Save:

আইপিএল-এ দেখা গিয়েছে তাঁর চার ওভার যে কোনও ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাঁর গুগলি পড়তে পারেন না অনেক ব্যাটসম্যানই।

আফগানিস্তানের সেই তারকা স্পিনার রশিদ খান মনে করেন, ভারতের উইকেট কিপার- ব্যাটসম্যান ঋষভ পন্থকে বল করা খুব কঠিন।

একে অপরের বিরুদ্ধে আগেও খেলেছেন রশিদ ও পন্থ। যুজবেন্দ্র চহালের সঙ্গে লাইভ চ্যাটে পন্থের মারকাটারি ব্যাটিং দেখার অভিজ্ঞতা শেযার করেন রশিদ। তিনি বলেছেন, “কলকাতায় পন্থকে বল করেছিলাম। পর পর তিনটে বলে ও ছক্কা হাঁকিয়েছিল। চতুর্থ বলটা টাইমিং ঠিকমতো করতে পারেনি। শর্ট মিড উইকেটে ওর ক্যাচ পড়ে। আমাদের বোলারদের অসহায় দেখাচ্ছিল। ওকে কীভাবে আউট করা যাবে, সেই রাস্তাই আমরা বের করতে পারছিলাম না।’’

আরও পড়ুন: বিরাট অনেক এগিয়ে, আমার সঙ্গে কোনও তুলনাই হয় না, বলছেন বাবর আজম

এ হেন পন্থ এখন সমালোচনার স্বীকার হচ্ছেন। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেছেন না। সুযোগ মিললেও তার সদ্ব্যবহার করতে পারছেন না। রশিদ খান বলছেন, “ও সব ধরনের শট খেলতে পারে। ও এমন একজন ব্যাটসম্যান যাকে বল করা খুব কঠিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashid Khan Rishabh Pant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE