Advertisement
০২ মে ২০২৪

হার্দিকদের সুযোগ দেওয়ার আবেদন সৌরভের

দুই ক্রিকেটারকে নির্বাসিত করার পরেই সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের এক্তিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল।

মুম্বইয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে হার্দিক-রাহুলকে নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  —ফাইল চিত্র।

মুম্বইয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে হার্দিক-রাহুলকে নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:৩৬
Share: Save:

নির্বাসিত দুই ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হল।

দুই ক্রিকেটারকে নির্বাসিত করার পরেই সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের এক্তিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। সাধারণত এই ধরনের শৃঙ্খলাজনিত কারণে সিদ্ধান্ত নিতে পারে বোর্ডের এথিক্স অফিসার অথবা ওম্বাডসম্যান। যা এত দিন পর্যন্ত নিয়োগই করা যায়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দ্রুত ওম্বাডসম্যান নিয়োগ করার দাবি জানায় সিওএ। বিচারপতি এস এ বোড়ে এবং এ এম সাপ্রের বেঞ্চ জানিয়ে দেয়, এক সপ্তাহ পরে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। এবং সেই বিষয়ে তদারকি করবেন সিনিয়র আইনজীবী পি এস নরসিংহ। পরে সংবাদসংস্থাকে সিইও-এর আইনজীবী পরাগ ত্রিপাঠী জানান, সর্বোচ্চ আদালত দ্রুত ওম্বাডসম্যান নিয়োগ করার ব্যাপারে ভরসা দিয়েছে।

এ দিকে, মুম্বইয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে হার্দিক-রাহুলকে নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, ‘‘মানুষই ভুল করে। আবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভাল মানুষ হয়ে ফিরে আসে। ফলে এটা নিয়ে বাড়তি আলোচনার প্রয়োজন নেই।’’ সৌরভ আরও বলেছেন, ‘‘আমরা সকলেই রক্তমাংসের মানুষ। যন্ত্র নই যে, সব সময়ে নিখুঁত হতে পারব। আমাদের এটা খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে যেন ভুলের পুনরাবৃত্তি না হয়।’’ হার্দিকদের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেছেন, ‘‘অধিকাংশ ক্রিকেটারই খুব বিনয়ী এবং ভাল মানুষ হয়। একটা-দু’টো ভুল হতেই পারে। আমি ব্যক্তিগত ভাবে অনেক ক্রিকেটারকে চিনি। এরা মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করে এই জায়গায় উঠে এসেছে। ফলে মানুষ হিসেবে এরা অনেক ভাল হয়।’’

হার্দিকদের ঘটনা সামনে আসতেই অনেকে এমনও বলতে শুরু করেছেন, এই প্রজন্মের ক্রিকেটারেরা খুব একটা শৃঙ্খলাপরায়ণ হন না। সেই যুক্তি খারিজ করে দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘চোখের সামনেই তো বিরাট কোহালির মতো অনবদ্য রোল মডেল রয়েছে। এই দেশ খুব ভাগ্যবান যে, প্রত্যেক প্রজন্মে অসাধারণ সব ক্রিকেটারকে সামনে পেয়েছে। সুনীল গাওস্কর ছিলেন। তাঁর পরে এসেছে সচিন তেন্ডুলকর। সচিন খেলা শেষ করার পর সকলের প্রশ্ন ছিল, এর পরে কে? বিরাট চলে এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE