ঘরোয়া ফুটবলে ‘ভ্যানিশিং স্প্রে’ প্রথম পা রাখল রবিবার। কলকাতা লিগে। ইংরেজ ফুটবলেও। কমিউনিটি শিল্ডে
যে ম্যাচে আর্সেনাল ৩-০ ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। ছবি: শঙ্কর নাগ দাস ও রয়টার্স
রবিবার যুবভারতীতে মূলত লড়াইটা ছিল দু’দলের তরুণ-ব্রিগেডের মধ্যে। যেখানে সাদা-কালো জার্সিধারীরা উনিশ-বিশের পার্থক্যে টেক্কা দিয়ে গেল আর্মান্দোর দলকে। ইস্টবেঙ্গল ব্যাকফুটে চলে যায় ২৪ মিনিটে হুগলির জাঙ্গিপাড়ার ছেলে ইমরান খানের দুরন্ত গোলের পরে। অর্ণব-সফর-সৌমিকদের শক্ত গাঁট ছিঁড়ে ইমরানের জোরাল শট মেহতাবের গায়ে লেগে গোলে ঢোকে। প্রশ্ন উঠতেই পারে, তার পরে পঁয়ষট্টি মিনিট সময় পেয়েও গোলের দরজা খুলতে পারল না কেন ইস্টবেঙ্গল? চারটে কারণে। এক) জিতেন-দীপকদের অনভিজ্ঞতা। দুই) র্যান্টির চোট। তিন) মহমেডান কোচ ফুজাতোপের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। চার) সাদা-কালো গোলকিপার অর্ণব দাসশর্মা। নব্বই মিনিটে অন্তত সাতটা অব্যর্থ সেভ করলেন। ম্যাচের সেরা অর্ণবের প্রশংসায় খোদ র্যান্টিকেও বলতে শোনা গেল, “মহমেডান গোলকিপারের কাছেই হেরে গেলাম। ও যে সব বল সেভ করল, অসাধারণ!” মহমেডান গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ খেলা দেখতে আসা ব্যারেটোও। আর হবেন না-ই বা কেন? অর্ণবকে দেখলে ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকো গোলকিপার ওচোয়া-র কথা মনে পড়ে যাচ্ছিল! টিমের মধ্যে গোলা-বারুদ না থাকুক, গোলপোস্টের নীচে যিনি একাই একশো। ছ’বছর আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিতে গোল খাওয়ার পরে লাল-হলুদ সমর্থকদের হাতে হেনস্থা হতে হয়েছিল অর্ণবকে। মহমেডান জার্সি গায়ে লাল-হলুদকে যেন তার জবাব দিলেন অর্ণব।
গোটা ম্যাচে একটা গোল ছাড়া মহমেডানের আর তেমন আক্রমণ ছিল না। এমনকী লাল-হলুদ গোলকিপার অভ্র মণ্ডলকে দ্বিতীয়ার্ধে প্রায় নড়াচড়াই করতে দেখা যায়নি। সেখানে ইস্টবেঙ্গলের কিষাণ বাগের ‘গোল’ বাতিল হয় অফসাইডের জন্য। র্যান্টির হেড পোস্টে লাগে। তবে মহমেডানের নতুন বিদেশি স্টপার ওগোচুকুর প্রশংসা করতে হবে। যে ভাবে ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ ঠান্ডা মাথায় সামলালেন, আর র্যান্টির একটা শট গোললাইন সেভ করলেন!
টানা বারো ম্যাচ পরে ইস্টবেঙ্গলকে হারানোর আনন্দে মাঠে ভিকট্রি ল্যাপ দিতে দেখা গেল মহমেডানকে। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচ হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন লাল-হলুদ অধিনায়ক অর্ণব। ম্যাচ শেষের টুকরো টুকরো ছবিগুলো দেখলে গুলিয়ে যেতে পারে, লিগের উদ্বোধনী ম্যাচ হল, না লিগের সমাপ্তি অনুষ্ঠান! ৯০ লক্ষ টাকার টিম নিয়ে ১৪ কোটির টিমকে হারানো অবশ্যই কৃতিত্বের। তবে মিনি ডার্বি-র আগে প্র্যাকটিসে কোলাসোর আত্মতুষ্টির ফল কী হল, সেটা আর অজানা নয়। ফুজাতোপে দেখবেন, আপনার দলও যেন সেই ভুল না করে বসে!
মহমেডান: অর্ণব,ডানেইলা, সুনীল, ওগোচুকু, মালসাম (গৌর), সন্তোষ (স্যামুয়েল), ইরফান, ফুলচাঁদ, রাজীব (সুখদেব), বসন্ত, ইমরান।
ইস্টবেঙ্গল: অভ্র, অভিষেক, সৌমিক, অর্ণব, সফর, মেহতাব, সুখবিন্দর (মানস), দীপক (কিষাণ), রফিক, র্যান্টি, জিতেন।