শুরু হয়ে গিয়েছে মেয়েদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। প্রতিটি ম্যাচেই মাঠভর্তি দর্শকের উপস্থিতি থাকছে। তবে এ বার দু’টি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচন। ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বইয়ে মেয়েদের খেলা হলেও, ফাঁকা থাকবে স্টেডিয়াম। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৪ তারিখ ইউপি ওয়ারিয়র্জ় বনাম দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্জ়ের খেলা রয়েছে। এই দু’দিন ডিওয়াই পটেল স্টেডিয়ামে খেলা হলেও, দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ় বা মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌরের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকতে পারবেন না কোনও দর্শক। ইএসপিএন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দু’দিন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করার ভাবনাচিন্তা করেছে তারা। পুলিশের তরফে এই বিষয়টি বিসিসিআই-কে জানানো হয়েছে। এর পরেই সিদ্ধান্ত নেয় বোর্ড।
আরও পড়ুন:
আগামী ১৬ জানুয়ারি ভোটের গণনা । তা-ই ১৪, ১৫-র পাশাপাশি ১৬ তারিখের টিকিট বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, ১৭ জানুয়ারির টিকিট পাওয়া যাচ্ছে। ওই দু’দিন মাঠে বসে খেলা না দেখা গেলেও, টিভি এবং ফোনে তা সম্প্রচার করা হবে।
গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেয়েদের আইপিএল। ফাইনাল ৫ ফেব্রুয়ারি। তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু।