Advertisement
০২ অক্টোবর ২০২৩
বাংলার চিন্তায় পেসার নির্বাচন

এগারোর দৌড়ে আচমকাই আনকোরা প্রীতম

ব্যাটসম্যানরা নন। মুম্বইয়ের বিরুদ্ধে বাংলার প্রবল গুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচের আগে আচমকাই আলোচ্য বিষয় হয়ে গেলেন বাংলার বোলাররা। আরও ভাল করে বললে, মুম্বইয়ের বিরুদ্ধে বাংলার পেসার নির্বাচন।

ক্রিসমাসের সাজে সস্ত্রীক মনোজ এবং দিন্দা। ছবি: ফেসবুক

ক্রিসমাসের সাজে সস্ত্রীক মনোজ এবং দিন্দা। ছবি: ফেসবুক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০৩:২৮
Share: Save:

ব্যাটসম্যানরা নন। মুম্বইয়ের বিরুদ্ধে বাংলার প্রবল গুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচের আগে আচমকাই আলোচ্য বিষয় হয়ে গেলেন বাংলার বোলাররা। আরও ভাল করে বললে, মুম্বইয়ের বিরুদ্ধে বাংলার পেসার নির্বাচন।

শুক্রবার রাতের দিকে শহরে ঢুকে পড়ল সূর্যকুমার যাদবের মুম্বই। বাংলা তখন ব্যস্ত থাকল সূর্যর মুম্বইয়ের বিরুদ্ধে পেসার নির্বাচন নিয়ে। এবং হঠাত্‌ করেই প্রথম এগারোয় ঢোকার দৌড়ে এগিয়ে গেলেন তরুণ পেসার প্রীতম চক্রবর্তী। যিনি এখনও পর্যন্ত কোনও রঞ্জি ম্যাচ খেলেননি।

প্রথম দু’টো রঞ্জি ম্যাচে পেস বিভাগ সামলেছেন অশোক দিন্দা, শিবশঙ্কর পাল এবং বীরপ্রতাপ সিংহ। কখনও খেলেছেন দু’জন, কখনও একসঙ্গে তিন। মুম্বইয়ের বিরুদ্ধে যেখানে বদল হওয়ার সম্ভাবনা প্রবল। এমনিতেই মুম্বইয়ের বিরুদ্ধে পনেরো জনের বাংলা টিমে রাখা হয়নি শিবকে। আর ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে যা পরিস্থিতি, তাতে অশোক দিন্দার সঙ্গে বাকি তিন পেসারের মধ্যে দু’জনকে দেখা যাবে। অর্থাত্‌ বীর, সৌরভ সরকার এবং প্রীতম চক্রবর্তীর মধ্যে যে কোনও দুই। যাঁদের মধ্যে দিন্দার পার্টনার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে এখন ডান হাতি পেসার প্রীতম। বদলের কারণ নাকি দু’টো রঞ্জি ম্যাচে পেসারদের পারফরম্যান্স। বিশেষ করে কর্নাটক ম্যাচে। মনে করা হচ্ছে, কর্নাটকের বিরুদ্ধে ব্যাটসম্যানরা না পারলেও ম্যাচটা হারিয়েছে পেসারদের ব্যর্থতা।

টিমের ব্যাটিং লাইনআপে বদলের বিশেষ সম্ভাবনা নেই। একমাত্র অভিমন্যু ঈশ্বরণ যদি অনূর্ধ্ব-২৩ বাংলা খেলতে যান, তা হলে তাঁর জায়গায় দু’একটা নাম ভাবা হচ্ছে। নাভেদ আহমেদ যে দৌড়ে এগিয়ে। তবে প্রথম একাদশের ওপেনিং পার্টনার এই ম্যাচে অন্তত একই থাকছে অরিন্দম দাস আর রোহন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইডেনের উইকেটের চরিত্রও একই থাকছে। কর্নাটকের বিরুদ্ধে ইডেনের ঘাসের উইকেট বুমেরাং হয়ে বাংলা শিবিরে ফিরে এলেও মুম্বইয়ের বিরুদ্ধে সবুজ পিচেই নামবে বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE