Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

ছয় ছক্কার ১০ বছর

শুরুটা ভালই করে দিয়েছিলেন দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ (৬৮) ও গৌতম গম্ভীর (৫৮)। কিন্তু ব্রডের সেই ওভার ছাপিয়ে গিয়েছিল সব কিছুকে। ক্রিকেটের ইতিহাসে এটা ছিল চতুর্থবার। কিন্তু টি২০তে এটাই প্রথম। যেখানে একজন ব্যাটসম্যান এক ওভারে সব বলেই ছক্কা হাকান।

যুবরাজ সিংহ। —ফাইল চিত্র।

যুবরাজ সিংহ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৭
Share: Save:

দেশের জার্সি পরা হয়নি অনেকদিন। ভারতীয় ক্রিকেট দলও সাফল্যের তুঙ্গে। কিন্তু ছয় ছক্কার মালিককে আর ডাকেন না নির্বাচকরা। ১০ বছর আগের আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিশ্ব ক্রিকেটে। কিংসমেডে সেই দিনেই লেখা হয়েছিল নতুন ইতিহাস। যুবরাজ সিংহর নাম উঠে এসেছিল রেকর্ড বুকে। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর। আইসিসি টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। বল করতে এসেছিলেন স্টুয়ার্ট ব্রড। ঠিক যেভাবে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলে সারারাত ঘুমোতে পারেননি যুবরাজ ঠিক সে ভাবে পর পর ছ’টা ছক্কা নাইট মেয়ার হয়ে গিয়েছিল ব্রডের।

আরও পড়ুন

বিরাটের অ্যাটাকিং মানসিকতাই দলের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে

চেন্নাই এয়ারপোর্টে শুয়েই সময় কাটালেন ধোনি

শুরুটা ভালই করে দিয়েছিলেন দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ (৬৮) ও গৌতম গম্ভীর (৫৮)। কিন্তু ব্রডের সেই ওভার ছাপিয়ে গিয়েছিল সব কিছুকে। ক্রিকেটের ইতিহাসে এটা ছিল চতুর্থবার। কিন্তু টি২০তে এটাই প্রথম। যেখানে একজন ব্যাটসম্যান এক ওভারে সব বলেই ছক্কা হাকান। প্রথম বলটি যুবি পাঠান মিড উইকেটের উপর দিয়ে। বল চলে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে। দ্বিতীয় বল উড়ে গিয়েছিল স্কয়্যারের উপর দিয়ে। তৃতীয় বল চলে যায় কভারের উপর দিয়ে। তখনও সবাই ভাবছে এটাই শেষ। কিন্তু চমকের বাকি ছিল আরও অনেকটা। এ বার ব্রড বলের অ্যাঙ্গেল পরিবর্তন করে যুবরাজকে সমস্যায় ফেলার চেষ্টা করেন। কিন্তু অফ স্টাম্পের বাইরের ফুলটস বলেও লেখা ছিল ছক্কা। পঞ্চম বল গ্যালারিতে পাঠালেন রীতিমতো হাঁটু মুড়ে বসে। ছয় ছক্কার কোটা শেষ করেন ব্রডকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে। ১২ বলে হাফ সেঞ্চুরি করেন যুবি। টি২০তে দ্রুততম হাফ সেঞ্চুরির খাতায়ও নাম লিখিয়ে ফেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE