Advertisement
E-Paper

৭,৪৮৯ কোটি টাকার গেরো! একটি শর্তের কারণে ভারতে এসে এক বারও খেলতে দেখা যাচ্ছে না মেসিকে

এ বার ভারত সফরে এক বারের জন্যও মাঠে নেমে খেলতে দেখা যাচ্ছে না লিয়োনেল মেসিকে। এর নেপথ্যে রয়েছে ৭,৪৮৯ কোটি টাকার গেরো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৬
picture of Lionel Messi

দিল্লিতে লিয়োনেল মেসি। ছবি: পিটিআই।

১৪ বছর আগে ভারতে এসে সম্পূর্ণ ম্যাচ খেলেছিলেন লিয়োনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নেতৃত্ব দিয়েছিলেন মেসি। অথচ এ বার তিন দিনের ভারত সফরে এসে ৩ মিনিটের জন্যও খেলতে নামেননি তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের না খেলার নেপথ্যে রয়েছে আর্থিক কারণ।

গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা মুদ্ধ মেসির বাঁ পায়ের জাদুতে। বাঁ পায়ের শৈল্পিক দক্ষতাই লিয়োকে মেসি করে তুলেছে। মেসির সেই বাঁ পায়ের বিমা করা রয়েছে। বিমার চুক্তি অনুযায়ী, ক্লাব বা দেশের হয়ে ছাড়া কোনও ম্যাচে বাঁ পায়ে চোট পেলে, চিকিৎসার খরচ বিমা সংস্থা দেবে না। তা ছাড়া তিনি কোনও প্রদর্শনী ম্যাচও পুরো সময় খেলতে পারবেন না। সেই কারণেই ভারত সফরে এসে ফুটবল খেলার জন্য মেসি মাঠে নামতে রাজি হননি। আগামী বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার সূচি ছাড়া না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসির শুধু বাঁ পায়ের বিমার মূল্য প্রায় ৯০০ মিলিয়ন ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৭,৪৮৯ কোটি টাকা। প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে বাঁ পায়ে আঘাত পেলে, চিকিৎসার কোনও খরচ পাবেন না মেসি। এই ঝুঁকি এড়ানোর জন্য ভারত সফরে কোনও প্রদর্শনী ম্যাচ খেলতেও রাজি হননি এলএম টেন।

বিশ্বের সেরা খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশের চড়া মূল্যে বিমা করানো থাকে। খেলোয়াড়জীবন শেষ হয়ে যেতে পারে, এমন মারাত্মক চোটের ক্ষেত্রে দ্রুত এবং সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতেই বিমা করানো থাকে। একই সঙ্গে এই ধরনের বিমা খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে। শর্ত ভাঙলে বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। মেসিও ব্যতিক্রম নয়। তাঁর শরীরে বিভিন্ন অংশের জন্য রয়েছে আলাদা বিমা। সেগুলির মধ্যে বাঁ পায়ের বিমার মূল্য সবচেয়ে বেশি।

এই ধরনের বিমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন মাইকেল জর্ডন। শিকাগো বুলসের সঙ্গে তাঁর চুক্তিকে বলা হত ‘লাভ অফ দ্য গেম।’’ চুক্তি অনুযায়ী, বিশ্বের যে কোনও প্রান্তে নিজের ইচ্ছা মতো খেলার স্বাধীনতা ছিল বাস্কেটবল তারকার। যে কোনও ম্যাচ খেলতে নেমে চোট পেলে জর্ডনের চিকিৎসার দায়িত্ব ছিল শিকাগো বুলস কর্তৃপক্ষের। মেসির বিমায় এমন কোনও ছাড় নেই।

Lionel Messi Insurance Leg Exhibition match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy