মঙ্গলবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন আদ্রিয়ান কর্মকার। জুনিয়র শুটিং বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো জিতেছিলেন বাঙালি শুটার। বুধবার চমক দিলেন কনক। দু’বারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে সোনা জিতলেন ভারতের ১৭ বছরের মহিলা শুটার। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতেছিলেন কনক। এ বার সোনা জিতলেন তিনি। বুধবার জার্মানিতে ফাইনালে ২৩৯ পয়েন্ট স্কোর করেন হরিয়ানার মেয়ে। দ্বিতীয় স্থানে শেষ করেন দু’বারের অলিম্পিক্স তথা বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন মলডোভার অ্যানা ডুলসি। তিনি স্কোর করেন ২৩৮.৩ পয়েন্ট। ১.৭ পয়েন্ট বেশি স্কোর করে সোনা জেতেন কনক। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতেছেন চাইনিজ় তাইপেইয়ের চেন ইয়েন চিং।
বুধবার প্রাথমিক পর্ব থেকে ফাইনালে উঠেছিলেন কনক ও প্রাচী। কনক স্কোর করেছিলেন ৫৭২ পয়েন্ট। প্রাচী ৫৭১ পয়েন্ট। ফাইনালের শুরুর দিকে এগিয়ে ছিলেন প্রাচী। দেখে মনে হচ্ছিল, তিনিই পদক আনছেন। কিন্তু শেষ দিকে কয়েকটি খারাপ স্কোর প্রাচীকে পদকের দৌড়ে থেকে ছিটকে দেয়। কিন্তু নিজের মনঃসংযোগ ধরে রাখেন কনক। শেষ দিকে ভাল স্কোর করেন তিনি। সোনা জিতে কনক বলেন, “শুরুর দিকে একটু চাপে ছিলাম। যত খেলা গড়ায় তত আত্মবিশ্বাস বাড়ে। শেষ পর্যন্ত দেশকে পদক এনে দিতে পেরে আমি খুব খুশি।”
আরও পড়ুন:
মঙ্গলবার জুনিয়র শুটিং বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে নেমেছিলেন আদ্রিয়ান। ৬০টি শটের পরে তিনি স্কোর করেন ৬২৬.৭ পয়েন্ট। মাত্র ০.৩ পয়েন্টের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। সোনা জেতেন সুইডেনের জেসপার জোহানসন। তিনি স্কোর করেন ৬২৭ পয়েন্ট। ৬২৪.৬ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জেতেন আমেরিকার গ্রিফিন লেক। শুরু থেকে ভালই পয়েন্ট স্কোর করছিলেন আদ্রিয়ান। গড়ে ১০.৫ পয়েন্ট স্কোর করছিলেন তিনি। কিন্তু শেষ শটটি একটু খারাপ হয়। সেই শটে ১০.০ পয়েন্ট স্কোর করেন তিনি। একটি শটেই সোনা হাতছাড়া হয় তাঁর। যদি শেষ শটে আদ্রিয়ান ১০.৪ পয়েন্ট স্কোর করতে পারতেন তা হলে সোনা জিততেন তিনি। সোনা জেতার আরও একটি সুযোগ পাবেন আদ্রিয়ান। বৃহস্পতিবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে নামবেন তিনি। সেটাই আদ্রিয়ানের পছন্দের ইভেন্ট। শুরুতে পদক জিতে যাওয়ায় আত্মবিশ্বাসও বেশি থাকবে তাঁর।