Advertisement
২৬ এপ্রিল ২০২৪

২৫০ ইডেন ইতিহাসে

পিচ নিয়ে বিভ্রান্তি। দফায় দফায় পিচ দর্শনে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ঘাস আবার ছাঁটা হল বিকেলে। কিন্তু প্রথম দু’দিন স্পিনারদের টার্ন পাওয়া নিয়ে ঘোরতর সন্দেহ।

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১০
Share: Save:

ক্রিকেটের ইডেন

• পিচ নিয়ে বিভ্রান্তি। দফায় দফায় পিচ দর্শনে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ঘাস আবার ছাঁটা হল বিকেলে। কিন্তু প্রথম দু’দিন স্পিনারদের টার্ন পাওয়া নিয়ে ঘোরতর সন্দেহ।

• দু’বছর পর ভারতের নেটে গৌতম গম্ভীর। ফিল্ডিং সেশন, কিছুটা নেট কেকেআর অধিনায়ক করলেও প্রথম এগারোয় থাকা নিয়ে সংশয়।

• সম্ভবত চারের জায়গায় পাঁচ বোলার। বাড়তি স্পিনার না পেসার— তা নিয়েই অঙ্ক চলছে।

অশ্বিন নিয়ে মৃদু আশঙ্কা। কানপুরে আঙুলে লেগেছিল। গত দু’দিন নেটে বল করেননি। তবে বিরাট বলছেন, অশ্বিন ফিট।

উৎসবের ইডেন

• ছবিতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসকে তুলে আনা। ১৯৩২-এ প্রথম টেস্ট থেকে আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটে ভারতের গৌরবগাথার কিছু ছবি নিয়ে প্রদর্শনী।

• লোক টানতে বিনোদনের প্রাচুর্য। ইডেনে শুক্রবার থেকে থাকবে ম্যাজিশিয়ান, জাগলার, হেয়ারস্টাইলিস্ট, প্লে স্টেশন।

• শুক্রবার টস হবে আড়াইশো গ্রামের স্বর্ণমুদ্রায়। উদ্বোধন ইডেন বেলেরও। করছেন কপিল দেব। লাঞ্চে টক শো। থাকবেন কপিল, লক্ষ্মণ ও কুম্বলে।

• টেস্টের তৃতীয় দিন দেশের মাটিতে আড়াইশো টেস্টের উৎসব। প্লেয়ারদের ২৫০ লেখা রুপোর কয়েন তুলে দেবেন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

শুক্রবারের আবহাওয়া

• আংশিক মেঘলা আকাশ। দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

টিভিতে

• স্টার স্পোর্টস ১ ও ৩। সকাল ৯-৩০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

250 years eden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE