Advertisement
০৪ মে ২০২৪

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় ভারতের

সহজ জয় ভারতের। তিন ম্যাচের সিরিজে পর পর দুটো ম্যাচ জিতে সিরিজের দখল নিয়ে নিলেন ধোনিরা। ভারতের সামনে ১২৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল জিম্বাবোয়ে। টস জিতে দ্বিতীয় ম্যাচেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ১৮:০২
Share: Save:

সহজ জয় ভারতের। তিন ম্যাচের সিরিজে পর পর দুটো ম্যাচ জিতে সিরিজের দখল নিয়ে নিলেন ধোনিরা। ভারতের সামনে ১২৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল জিম্বাবোয়ে। টস জিতে দ্বিতীয় ম্যাচেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি। আবহাওয়ার জন্য টসের সময় পিছিয়ে গিয়েছিল ১০ মিনিট।যদিও ম্যাচ শুরু হয়েছিল সঠিক সময়ই। প্রথমে ব্যাট করে ৩৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রানই তুলতে সক্ষম হয় জিম্বাবোয়ে। বল হাতে দারুণ সফল ভারতের চাহাল। ৬ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। দুটো করে উইকেট স্রান ও কুলকার্নির।একটি করে উইকেট বুমরাহ ও পটেল।জবাবে ব্যাট করতে এসে ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে নিল ভারত।৩৩ রান করে লোকেশ রাহুল ও ৩৯ রান করে করুন নায়ার প্যাভেলিয়নে ফিরে গেলে বাকি কাজটি করে যান অম্বাতি রায়ডু ও মনীশ পাণ্ডে। শুরুতে হারারে আকাশে ছিল কালো মেঘ। কনকনে ঠান্ডা। আউট ফিল্ডও ভিজে ছিল কিছুটা। এই পিচ থেকে পেসাররা সাহায্য পাবে বলেই মনে করছে দুই দলের টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে কোনও পরিবর্তন করেননি ধোনি। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশনই ধরে রাখছেন ধোনি। পিচে ঘাস নেই।

• ১৩৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ভারতের।

• নেমেই বাউন্ডারি হাঁকিয়ে জেতালেন দলকে।

• ব্যাট করতে এলেন মনীশ পাণ্ডে।

• সিকান্দর রাজার বলে এলবিডব্লু করুন নায়ার। করলেন ৩৯ রান।

• আউট...

• ২৬ ওভারে ভারত ১২৪/১।

• ২৫ ওভারে ভারত ১১৯/১।

• ক্রেমারকে নায়ার ও রায়ডুর পর পর বাউন্ডারি।

• ২৪ ওভারে ভারত ১১৭/১।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ২৩ ওভারে ভারত ১০৮/১।

• ৩১ রানে ব্যাট করছেন করুন না।ার ও ২৮ রানে রায়ডু।

• এই ওভার থেকে এল ১২ রান।

• ২২ ওভারে ভারত ১০০/১।

• ওপেনিং জুটিতে ১০০ রান।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ২১ ওভারে ভারত ৮৮/১।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ২০ ওভারে বারত ৮৩/১।

• ১৯ ওভারে ভারত ৭৫/১।

• ৩২ ওভারে ভারতের দরকার ৫৪ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• এই ওভার থেকে এল ১ রান।

• ১৮ ওভারে ভারত ৭২/১।

• ১৭ ওভারে ভারত ৭১/১।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ১৬ ওভারে ভারত ৬৮/১।

• রায়াডুর জোড়া বাউন্ডারি।

• ১৫ ওভারে ভারত ৫৮/১।

• চিভাভার বলে বোল্ড লোকেশ রাহুল। করলেন ৩৩ রান।

• আউট...

• ১৪ ওভারে ভারত ৫২/০।

• লাঞ্চ ব্রেকের পর খেলা শুরু।

• লাঞ্চ ব্রেক।

• ২১ রানে করুন নায়ার ও ২৫ রানে লোকেশ রাহুল ব্যাট করছেন।

• জিততে হলে ৩৭ ওভারে ৭৯ রান করতে হবে ভারতকে। হাতে রয়েছে ১০ উইকেট।

• চিভাভার মেডেন ওভার।

• ১৩ ওভারে ভারত ৪৮/০।

• ১২ ওভারে ভারত ৪৮/০।

• ১১ ওভারে ভারত ৪৫/০।

• লোকেশ রাহুল ব্যাট করছেন ২২ রানে। করুন নায়ার ১৮ রানে।

• ১০ ওভারে ভারত ৪২/০।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৯ ওভারে জিম্বাবোয়ে ৩৯/০।

• এই ওভারে চাতারাকে রাহুলের জোড়া বাউন্ডারি।

• ৮ ওভারে ভারত ৩৭/০।

• ৭ ওভারে ভারত ২৯/০।

• জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে অভিষেকেই সেঞ্চুরি করে রেক৪ড করেছিলেন লোকেশ।

• ভারতের হয়ে ব্যাট করছে করুন নায়ার ও লোকেশ রাহুল।

• মুজারাবানির মেডেন ওভার।

• ৬ ওভারে ভারত ২৮/০।

• চাতারাকে এই ওভারে জোড়া বাউন্ডারি হাঁকালেন নায়ার।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ৫ ওভারে ভারত ২৮/০।

• ৪ ওভারে ভারত ১৭/০।

• চাতারাকে নায়ারের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ৩ ওভারে ভারত ১৩/০।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ২ ওভারে ভারত ৯/০।

• ভারতের ব্যাটিং শুরু।

• ৩৪.৩ ওভারে জিম্বাবোয়ে ১২৬/১০।

• জিম্বাবোয়ে অল আউট।

• পটেলের বলে এলবিডব্লু মুজারাবানি। করলেন মাত্র ৫ রান।

• আউট...

• ৩৪ ওভারে জিম্বাবোয়ে ১২৪/৮।

• ৩৩ ওভারে জিম্বাবোয় ১২১/৮।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ৩২ ওভারে জিম্বাবোয়ে ১১৫/৮।

• কুলকার্নির বলে বোল্ড চাতারা। করলেন ২ রান।

• আউট...

• ৩১ বলে জিম্বাবোয়ে ১১৪/৭।

• ব্যাট করছেন তেন্ডাই চাতারা ও গ্রেম ক্রেমার।

• বুমরাহর বলে ধোনিকে ক্যাচ দিয়ে আউট মুতুম্বানি। করলেন ২ রান।

• আউট...

• এই ওভার থেকেও এল ২ রান।

• ৩০ ওভারে জিম্বাবোয়ে ১১১/৬।

• এই ওভার থেকে এল ২ রান।

• ২৯ ওভারে জিম্বাবোয়ে ১০৯/৬।

• মেডেন ও এক উইকেট চাহালের।

• ২৮ ওভারে জিম্বাবোয়ে ১০৭/৬।

• চাহালের বলে যাদবকে ক্যাচ দিয়ে আউট সিবান্দা। করলেন ৫৩ রান।

• আউট...

• সিন উইলিয়ামস আহত।

• ২৭ ওভারে জিম্বাবোয়ে ১০৭/৫।

• এই ওভারে জোড়া উইকেটের পাশাপাশি মেডেন।

• ২৬ ওভারে জিম্বাবোয়ে ১০৬/৫।

• হ্যাটট্রিক হল না চাহালের।

• চাহালের বলে এলবিডব্লু চিগুমবুরা। খাতাই খুলতে পারলেন না তিনি।

• আউট...

• চাহালের বলে যাদবকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন সিকান্দর রাজা। করলেন ১৬ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ৪ রান।

• ২৫ ওভারে জিম্বাবোয়ে ১০৬/৩।

• পটেলকে সিবান্দার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ২৪ ওভারে জিম্বাবোয়ে ১০২/৩।

• ২৩ ওভারে জিম্বাবোয় ৯৯/৩।

• অক্ষর পটেলকে সিবান্দার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ২২ ওভারে জিম্বাবোয়ে ৯৪/৩।

• চাহালকে সিবান্দার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ২ রান।

• ২১ ওভারে জিম্বাবোয়ে ৮৯/৩।

• সিকান্দর রাজা ও ভিসু সিবান্দার জুটিতে এল ৫০ রান।

• ৩৬ রানে ব্যাট করছেন ভিসু সিবান্দা। ১৩ রানে সিকান্দর রাজা।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ২০ ওভারে জিম্বাবোয়ে ৮৭/৩।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ১৯ ওভারে জিম্বাবোয়ে ৮০/৩।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ১৮ ওভারে জিম্বাবোয়ে ৭৬/৩।

• ভুসি সিবান্দা ৩২ রানে ব্যাট করছেন। সিকান্দর রাজা ব্যাট করছেন ৭ রানে।

• চাহালকে সিকান্দর রাজার ওভার বাউন্ডারি।

• ম্যাচের প্রথম ছক্কা।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ১৭ ওভারে জিম্বাবোয়ে ৬৬/৩।

• জিম্বাবোয়ের হয়ে ব্যাট করছেন সিকান্দর রাজা ও ভুসি সিবান্দা।

• ১৬ ওভারে জিম্বাবোয়ে ৬৪/৩।

• ১৫ ওভারে জিম্বাবোয়ে ৬১/৩।

• বুমরাহর ওভারে জোড়া বাউন্ডারি সিবান্দার।

• ১৪ ওভারে জিম্বাবোয়ে ৫০/৩।

• ১৩ ওভারে জিম্বাবোয়ে ৪৭/৩।

• ১২ ওভারে জিম্বাবোয়ে ৪৬/৩।

• ১১ ওভারে জিম্বাবোয়ে ৪৩/৩।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ১০ ওভার‌ে জিম্বাবোয়ে ৩৯/৩।

• কুলকার্নির বলে এলবিডব্লু চিভাভা। করলেন মাত্র ২১ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ৭ রান।

• ৯ ওভারে জিম্বাবোয়ে ৩৫/২।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ৮ ওভারে জিম্বাবোয়ে ২৮/২।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ৭ ওভারে জিম্বাবোয়ে ২২/২।

• লেগ বাই।

• স্রানের বলে এলবিডব্লু মুর। করলেন মাত্র ১ রান।

• আউট...

• ৬ ওভারে জিম্বাবোয়ে ২০/১।

• ধবল কুলকার্নির মেডেন ওভার।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ৫ ওভারে জিম্বাবোয়ে ২০/১।

• স্রানের বলে বুমরাহকে ক্যাচ দিয়ে আউট মাসাকাজা। করলেন মাত্র ৯ রান।

• আউট...

• ৪ ওভারে জিম্বাবোয়ে ১৮/০।

• কুলকার্নিকে মাসাকাজার বাউন্ডারি।

• কুলকার্নির দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৩ রান তুলে নিল জিম্বাবোয়ে।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৩ ওভারে জিম্বাবোয়ে ৯/০।

• প্রথম দিকে রান না এলেও আস্তে আস্তে হাত খুলছেন জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা।

• ২ ওভারে জিম্বাবোয়ে ৪/০।

• কুলকার্নিকে বাউন্ডারি হাঁকিয়ে জিম্বাবোয়ের হয়ে রানের খাতা খুললেন চামু চিভাভা।

• এখনও রানের খাতা খুলতে পারেনি জিম্বাবোয়ে।

• বল করতে এসেছেন ধবল কুলকার্নি।

• ১ ওভারে জিম্বাবোয়ে ০/০।

• প্রথম ওভারই মেডেন।

• ভারতের হয়ে বল করছেন বারিন্দর স্রান।

• ব্যাট করছেন হ্যামিল্টন মাসাকাজা ও চামু চিভাভা।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE