Advertisement
০২ মে ২০২৪

ইপিএলে জয়ের লক্ষ্যে তিন চাণক্য

ইপিএলে ১১ নম্বরে বোর্নমুথ। অনেকের ধারণা ছিল, এই ম্যাচে প্রথম একাদশের কয়েক জন ফুটবলারকে হয়তো বিশ্রাম দেবেন ক্লপ।

ত্রাতা: গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরালেন ওয়েলবেক। ছবি: এএফপি

ত্রাতা: গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরালেন ওয়েলবেক। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৪:৪৪
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পেপ গুয়ার্দিওলার দলকে চূর্ণ করে শেষ চারে উঠেছে ইপিএলে তৃতীয় স্থানে থাকা লিভারপুল। শনিবার ইপিএলে ফিরছে য়ুর্গেন ক্লপের দল। ঘরের মাঠে মহম্মদ সালাহ, সাদিও মানেদের প্রতিপক্ষ বোর্নমুথ।

ইপিএলে ১১ নম্বরে বোর্নমুথ। অনেকের ধারণা ছিল, এই ম্যাচে প্রথম একাদশের কয়েক জন ফুটবলারকে হয়তো বিশ্রাম দেবেন ক্লপ। লিভারপুল ম্যানেজার বলেছেন, ‘‘আমরা যথেষ্ট বিশ্রাম পেয়েছি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘অনেকের ধারণা ছিল, রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের জন্য বেশ কয়েক জন ফুটবলারকে আমি এই ম্যাচে বিশ্রাম দেব। একেবারেই ভুল ধারণা। বোর্নমুথের বিরুদ্ধে পুরো শক্তি নিয়েই নামতে চাই।’’ দাবি করেছেন, ম্যান সিটির মতোই তাঁরা গুরুত্ব দিচ্ছেন বোর্নমুথকে। ক্লপ বলেছেন, ‘‘ম্যান সিটির বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবলারদের যে রকম মানসিকতা ছিল, তা বদলায়নি। আমাদের দলের এটাই সব চেয়ে ইতিবাচক দিক। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’’

ম্যান সিটিও নামছে শনিবার। ঘরের মাঠে গুয়ার্দিওলার দলের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। ইপিএল খেতাব নিশ্চিত করে ফেললেও একেবারেই স্বস্তিতে নেই স্প্যানিশ ম্যানেজার। টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর উদ্বেগ বাড়িয়েছেন প্রধান স্ট্রাইকার সের্জিও আগুয়েরো। চোটের কারণে লিগ টেবলে ১৮ নম্বরে থাকা সাউদাম্পটনের বিরুদ্ধে খেলতে পারবেন না আর্জেন্তিনীয় স্ট্রাইকার। এ ছাড়াও ছিটকে গিয়েছেন ডিফেন্ডার জন স্টোনস। হতাশ গুয়ার্দিওলা বলেছেন, ‘‘গত মরসুমের চেয়ে এ বার আমরা ভাল করেছি। চেষ্টা করব আগামী মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরতে।’’

শনিবার চেলসি মুখোমুখি হচ্ছে সাউদাম্পটনের। ইপিএল টেবলে এই মুহূর্তে পাঁচ নম্বরে আন্তোনিও কন্তের দল। ১৮ নম্বরে থাকা সাউদাম্পটনের অবনমন নিশ্চিত। যদিও প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চান না চেলসি ম্যানেজার। কন্তে বলেছেন, ‘‘একাধিক প্রতিশ্রুতিমান ফুটবলার রয়েছে সাউদাম্পটনে। এই কারণেই আমরা ওদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।’’

শেষ চারে আর্সেনাল: ইউরোপা লিগের শেষ চারে উঠল আর্সেনাল। বৃহস্পতিবার রাতে সিএসকেএ মস্কোর বিরুদ্ধে ২-২ ড্র করে আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু প্রথম পর্বে ৪-১ জয়ের সুবাদে সেমিফাইনালে পৌঁছে যান মেসুত ওজিলরা। তবে অ্যাওয়ে ম্যাচে শুরুতেই বিপর্যয় নেমে আসে আর্সেনাল শিবিরে। ৩৯ মিনিটে ফেদর চালভের গোলে এগিয়ে যায় মস্কো। ৫০ মিনিটে গোল করেন কিরিল নাবাবকিন। ৭৫ মিনিটে আর্সেনালের হয়ে সমতা ফেরান ড্যানি ওয়েলবেক। সংযুক্ত সময়ে গোল করে হার বাঁচান অ্যারন র‌্যামসে। ইউরোপা লিগের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ আতলেতিকো দে মাদ্রিদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Danny Welbeck Football EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE