Advertisement
E-Paper

পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন, শীতের সময়ে ত্বকের শুষ্কতা দূর করতে কোনটি বেশি উপকারী

পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন, কোনটি ত্বকের জন্য বেশি ভাল? শীতের রুক্ষ সময়ে ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে অর্থাৎ হাইড্রেশনের জন্য এই দুই উপাদানই ব্যবহৃত হয়। কিন্তু দু’টি প্রসাধনী হাইড্রেশনের কাজ ভিন্ন ভাবে করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০
Glycerine or Petroleum Jelly, which is more effective to treat extreme dry skin during winter

পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন, শীতের শুষ্কতার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারবে কোনটি? ছবি: সংগৃহীত।

হাতের ক্রিম, ঠোঁটের ক্রিম, মুখের ক্রিম বা পায়ের ক্রিম। ভোরের লোশন, বেলার লোশন, সন্ধ্যার লোশন, রাতের লোশন। প্রসাধনীর ভেদাভেদে ত্বকচর্চাই যেন যেন এক বিড়ম্বনা। তবে দিদিমা-ঠাকুরমার ঘরে কিন্তু আজও একখানি পেট্রোলিয়াম জেলি, একখানি গ্লিসারিনের পুরনো শিশি খুঁজে পেয়ে যাবেন। আপনি মাখেন কেতাদুরস্ত ময়েশ্চারাইজ়ার, আপনার দিদিমা বা ঠাকুরমা অথবা মা মাখেন সাদামাঠা ক্রিম। এ দিকে কেন তাঁদের মতো ফলাফল আপনি পান না, তা নিয়ে অভিযোগ রয়েছে। বরং কিছু দিন সাবেক প্রথার উপর ভরসা রেখেই দেখুন না। কিন্তু সেখানে প্রশ্ন উঠতে পারে, পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন, কোনটি ত্বকের জন্য বেশি ভাল? শীতের শুষ্কতার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারবে কোনটি?

পেট্রোলিয়াম জেলি না কি গ্লিসারিন?

ত্বকের উপর সুরক্ষামূলক স্তর তৈরি করতে পারে পেট্রোলিয়াম জেলি। এই স্তর ত্বকের ভিতর থেকে আর্দ্রতা বাইরে বেরোতে দেয় না। এটির ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা প্রায় ৯৯ শতাংশ। অন্য দিকে, গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা টেনে নিতে পারে চুম্বকের মতো। ত্বকে মাখলে পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে ত্বকের ভিতরে নিয়ে আসতে পারে গ্লিসারিন। হালকা ভিজে ত্বকের উপর মাখলে বেশি ভাল কাজ করতে পারে তা। শীতের রুক্ষ সময়ে ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে অর্থাৎ হাইড্রেশনের জন্য এই দুই উপাদানই ব্যবহৃত হয়। কিন্তু দু’টি প্রসাধনী হাইড্রেশনের কাজ ভিন্ন ভাবে করে। একটি ভিতরের আর্দ্রতা ভিতরেই ধরে রাখে, আর একটি বাইরে থেকে আর্দ্রতা টেনে আনে। পেট্রোলিয়াম জেলি কখনও সখনও ত্বকের অনেক গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে শুষ্ক স্তরে নিয়ে আসে। আবার যেখানে যেমন আর্দ্রতার প্রয়োজন, সেটি মিটিয়ে দিতে পারে গ্লিসারিন।

কোনটি বেশি উপকারী, কোন ত্বকের জন্য কোনটি ভাল?

আপনার ত্বকের জন্য যেটি উপযুক্ত, আপনি সেটিই ব্যবহার করবেন। এ বার জানতে হবে, কোন ধরনের ত্বকের জন্য কোনটি কার্যকরী।

পেট্রোলিয়াম জেলি- মাখার পরেই আঠালো, চটচটে ভাব তৈরি হয় ত্বকে। তাই প্রচণ্ড শুষ্ক, খসখসে, ছাল ওঠা ত্বকের জন্য পেট্রোলিয়াম জেলিই উপযুক্ত। ফাটা ঠোঁট, কনুই, গোড়ালির অবস্থা ফেরাতে এই জেলির কোনও জুড়ি নেই। এগ্‌জ়িমার মতো রোগ থাকলে এটিই উপযুক্ত।

গ্লিসারিন- গ্লিসারিন বেশ হালকা। তেলচিটে, আঠালো ভাব তৈরি করে না ত্বকে। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন সেরা। তবে খুব শুষ্ক আবহাওয়ায় ত্বকের ভিতর থেকে আর্দ্রতা টেনে আনলে আবার ক্ষতিও হতে পারে ত্বকের। পেট্রোলিয়াম জেলির চেয়ে ব্রণপ্রবণ ত্বকে গ্লিসারিন বেশি ভাল কাজ দেয়।

তবে শীতের সময়ে প্রবল শুষ্ক ত্বকের জন্য সেরা পদ্ধতি হল দু’টির মেলবন্ধন। প্রথমে গ্লিসারিন মেখে তার উপর দিয়ে পেট্রোলিয়াম জেলি মেখে নিতে পারেন। গ্লিসারিন দিয়ে ত্বকের আর্দ্রতা বাড়ানোর পর পেট্রোলিয়াম জেলি মেখে নিলে নিশ্চিত হওয়া যায়, ত্বকের আর্দ্রতা বাইরে বেরোবে না।

Glycerin Petroleum Jelly Skin Care Winter Skin Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy