Advertisement
E-Paper

শুটিংয়ে তৃতীয় পদক, ট্র্যাপ ইভেন্টে রুপো লক্ষ্য শেরনের

দ্বিতীয় দিন এল পর পর রুপো। সেই শুটিংয়েই। দীপক কুমারের পর লক্ষ্য শেরন। লক্ষ্যর ইভেন্টে সোনা জিতলেন তাইপের কুনপি ইয়ং। তিনি ছুলেন গেমস রেকর্ড ৪৮ পয়েন্টের লক্ষ্য। ৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন কোরিয়ার দেমিয়ং আন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ১৬:১৮
রুপোর লক্ষ্যে যখন লক্ষ্য শেরন। ছবি: এএফপি।

রুপোর লক্ষ্যে যখন লক্ষ্য শেরন। ছবি: এএফপি।

১৯ বছরের লক্ষ্য এশিয়ান গেমসে ভারতকে এনে দিলেন চতুর্থ পদক। পুরুষদের ট্র্যাপ ইভেন্টের ফাইনালে জেএসসি শুটিং রেঞ্জে লক্ষ্য মোট পয়েন্ট করলেন ৩৯। আর তাতেই তাঁর দখলে চলে এল রুপো। একই ইভেন্টে ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষে করলেন আর এক ভারতীয় মানবজিৎ সিংহ সান্ধু।

প্রথম দিনের পর দ্বিতীয় দিনও পদকের ধারা অব্যহত রাখল ভারতীয় শুটাররা। শুটারদের হাত ধরেই এ বারের এশিয়ান গেমসে পদকের খাতা খুলেছিল ভারত। ১০ মিটার এয়ার রাইফেলে মিক্স ডবলসে ব্রোঞ্জ দিয়ে শুরু। সে দিনই কুস্তিতে সোনা জিতে ভারতের স্বপ্নের উড়ানকে আরও উঁচুতে পাঠিয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় দিন এল পর পর রুপো। সেই শুটিংয়েই। দীপক কুমারের পর লক্ষ্য শেরন।

লক্ষ্যর ইভেন্টে সোনা জিতলেন তাইপের কুনপি ইয়ং। তিনি ছুলেন গেমস রেকর্ড ৪৮ পয়েন্টের লক্ষ্য। ৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন কোরিয়ার দেমিয়ং আন। ভারতের লক্ষ্যর শুরু ২০১৪ এশিয়ান গেমস দিয়েই। আর এ বার এল পদক। এই এশিয়ান গেমসে ভারতীয় শুটিংয়ে এটি তৃতীয় পদক।

আরও পড়ুন
যৌনপল্লীতে গিয়ে ধরা পড়ায় এশিয়ান গেমস থেকে ফেরত পাঠানো হল চারজনকে

(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)

Shooting Asian Games 2018 Lakshay Sheoran লক্ষ্য শেরন এশিয়ান গেমস ২০১৮
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy