অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে হেরে গেল বিরাট বাহিনী। কাজে এল না হার্দিক পাণ্ড্য-কেদার যাদবের লড়াই৷ টানা ন’ ম্যাচ পর থামল টিম কোহালির জয়ের রথ৷ ভারতের বিরুদ্ধে ৫৪ রানে ৩ উইকেট তুলে নেন রিচার্ডসন৷ ২টি উইকেট নিয়েছেন কুল্টারনাইল৷
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ। যদিও এই সিরিজ থেকে অস্ট্রেলিয়ার পাওয়ার তেমন কিছু নেই। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০তে হেরে বসে রয়েছেন অজিরা। কিন্তু তাদের সামনে লক্ষ্য সম্মানরক্ষার। ঠিক তেমনই ভারতের সামনে লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হোয়াইট ওয়াশ করা। বৃহস্পতিবার সেই টার্গেট নিয়েই ২ গজে নেমেছিল দুই দল। তিন ম্যাচের পর পর হারের মুখ দেখার পর চতুর্থ ম্যাচ যতই নিয়মরক্ষার হোক না কেন, দারুণভাবে শুরু করল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন