হয়ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্মতির অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওপর সরকারি ভাবে চাপ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একেবারে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ব্রিসবেনে কোয়রান্টিনের কঠোর নিয়ম রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা মানবেন না।
ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান আর্ল এডিংসকে চিঠি দিয়েছেন। সেখানে সিএ-কে মনে করিয়ে দেওয়া হয়েছে, এই সিরিজ নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেখানে কোথাও বলা ছিল না, এক শহর থেকে অন্য শহরে গেলে ভারতীয় দলকে দ্বিতীয়বার কোয়রান্টিনের কঠোর নিয়ম মানতে হবে।
এক বোর্ড কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা লিখেছে, ‘‘এখনও ওদের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু আজ বিসিসিআই সরকারি ভাবে চিঠি দিয়ে জনিয়ে দিয়েছে, ব্রিসবেনে যদি শেষ টেস্ট করতে হয়, তাহলে ভারতীয় দলের জন্য হার্ড কোয়রান্টিনের নিয়ম রাখলে চলবে না। যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানে কোথাও দু’বার হার্ড কোয়রান্টিনের কথা বলা ছিল না।’’