Advertisement
০২ মে ২০২৪

৩২টি আসনের জন্য ৭৫৭টি আবেদনপত্র

খুব শীঘ্রই শুরু হবে ঝাড়গ্রামের এই তিরন্দাজি অ্যাকাডেমি। নয়া অ্যাকাডেমিকে ঘিরে গোটা রাজ্যের বিভিন্ন জেলার ছেলেমেয়েদের আগ্রহ দেখা দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ০৪:৫৪
Share: Save:

ঝাড়গ্রাম স্টেডিয়ামের পাশেই গত আড়াই বছর ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে তিরন্দাজি অ্যাকাডেমি। গত এপ্রিল মাসে ঝাড়গ্রামকে নতুন জেলা ঘোষণার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই তিরন্দাজি অ্যাকাডেমি চালু করার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে ক্রীড়া ও যুব কল্যাণ দফতর।

খুব শীঘ্রই শুরু হবে ঝাড়গ্রামের এই তিরন্দাজি অ্যাকাডেমি। নয়া অ্যাকাডেমিকে ঘিরে গোটা রাজ্যের বিভিন্ন জেলার ছেলেমেয়েদের আগ্রহ দেখা দিয়েছে। এখানে আট থেকে চোদ্দো বছরের ষোলো জন ছেলে ও ষোলো জন মেয়েকে নিয়ে মোট ৩২টি আসনের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। তবে গোটা রাজ্যে মোট আবেদনপত্র জমা পড়েছে ৭৫৭টি।

রাজ্যের জেলাগুলিকে ভাগ করে তিনটি জায়গায় প্রাথমিক বাছাই শিবির করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স, পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য ঝাড়গ্রাম স্টেডিয়াম এবং রাজ্যের বাকি জেলাগুলির জন্য কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রাথমিক বাছাই শিবির হবে বলে শোনা যাচ্ছে। ৮ জুলাই থেকে তিন দিনের প্রাথমিক বাছাই শিবির শুরু হচ্ছে জলপাইগুড়িতে। ঝাড়গ্রামে ২০ থেকে ২৩ জুলাই। কলকাতার সম্ভাব্য তারিখ ২৬ ও ২৭ জুলাই।

অ্যাকাডেমিতে ভর্তির জন্য বি়জ্ঞাপন বেরয় জুন মাসে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোট ২২৫টি আবেদনপত্র জমা পড়ছে। এঁদের মধ্যে ১৬৩ জন ছেলে এবং ৬২ জন মেয়ে। এঁরা সবাই জলপাইগুড়ি বাছাই শিবিরে যোগ দিয়েছে। ঝাড়গ্রাম বাছাই শিবিরে যোগ দেবে ৪৭৬ জন। এঁদের মধ্যে ২৮০ জন ছেলে এবং ১৯৬ জন মেয়ে। কলকাতায় বাছাই শিবিরে যোগ দেবে ৪০ জন ছেলে ও ১৬ জন মেয়ে। বাছাই শিবিরে প্রথমে শারীরিক সক্ষমতা, ওজন, উচ্চতা, গঠন পরীক্ষা করা হবে। তার পর নির্দিষ্ট দূরত্বে তির ছোঁড়া দেখে প্রাথমিক বাছাই করা হবে। ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সহ-সচিব প্রতিমা দাস বলেন, “তিরন্দাজ কোচ, জাতীয় তিরন্দাজ এবং টেকনিক্যাল এক্সপার্টরা বাছাইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। জলপাইগুড়ি, ঝাড়গ্রাম এবং কলকাতায় এই প্রাথমিক বাছাই পর্বে পাশ করা ছেলেমেয়েরা চূড়ান্ত বাছাই শিবিরে যোগ দেবে। ১৫ অগস্টের পরে ঝাড়গ্রামে চূড়ান্ত বাছাই শিবির অনুষ্ঠিত হবে।” ঝাড়গ্রাম তিরন্দাজি অ্যাকাডেমির জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে। অ্যাকাডেমির কোচ, গ্রাউন্ডসম্যান, হোস্টেল সুপার, ওয়ার্ডেন, লোয়ার ডিভিশন ক্লার্ক ও চতুর্থ শ্রেণির কর্মী— এই ৬টি পদে আবেদন করা যাবে। ঝাড়গ্রাম জেলা যুব আধিকারিক অভিষেক মিশ্র বলেন, “এই পদগুলিতে ২৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE