Advertisement
২৯ মার্চ ২০২৩
Ravichandran Ashwin

ICC Ranking: বুমরা, শামি, অশ্বিনরাই কি দেশের সর্বকালের সেরা বোলিং আক্রমণ? আইসিসি-র ইঙ্গিত সেরকমই

প্রথম একাদশে সুযোগ পাওয়া এবং রিজার্ভ দলে থাকা বোলারদের আইসিসি-র ক্রমতালিকায় এই দাপট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় বোলিং আক্রমণের শক্তি।

ভারতীয় বোলারদের দাপট।

ভারতীয় বোলারদের দাপট। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৫:২৩
Share: Save:

প্রথম কুড়িতেই রয়েছেন চারজন। টেস্টের ক্রমতালিকায় ভারতীয় বোলারদের দাপট। দ্বিতীয় স্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া নেমেও লর্ডসে টেস্ট জয়। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ যে বিরাট-সংসারে তা বলাই যায়। মনে করা হচ্ছে এটিই ভারতের সর্বকালের সেরা বোলিং আক্রমণ।

টেস্টের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন অশ্বিন (দুই নম্বরে) এবং যশপ্রীত বুমরা (১০ নম্বরে)। ১৬ নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা। ১৯ নম্বরে মহম্মদ শামি। রবীন্দ্র জাডেজা রয়েছেন ২১ নম্বরে। ২৯ নম্বরে রয়েছেন উমেশ যাদব। অক্ষর পটেল রয়েছেন ৩৪ নম্বরে।

ভারতীয় স্পিন জুটি।

ভারতীয় স্পিন জুটি। —ফাইল চিত্র

লর্ডস টেস্টে আট উইকেট নেওয়া মহম্মদ সিরাজ রয়েছেন ৩৮ নম্বরে। প্রথম একাদশে সুযোগ পাওয়া এবং রিজার্ভ দলে থাকা বোলারদের আইসিসি-র ক্রমতালিকায় এই দাপট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় বোলিং আক্রমণের শক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.