দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ছাড়লেন এবি ডে ভিলিয়ার্স। বুধবার একদিনের দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিলেন তিনি। যদিও খেলবেন সব ফর্ম্যাটেই। ডে ভিলিয়ার্স ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে আর্জি জানিয়েছিলেন তাঁকে যেন এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও এবির কতা মেনে নিয়েছে। এবি বলেন, ‘‘গত এক বছররে আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমি মনে করি এখন আমার নিজের অবস্থানটা পরিষ্কার করে দেওয়ার সময় এসেছে।’’
আরও পড়ুন