Advertisement
E-Paper

নির্বাসনকে সমর্থন বিন্দ্রার

কলমডী কেলেঙ্কারিতে ভারতীয় অলিম্পিক সংস্থার সাসপেনশনকে অনেক প্রাক্তন খেলোয়াড়ই সমর্থন করছেন। সেই তালিকায় আছেন অভিনব বিন্দ্রাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০৩:০২
বিন্দ্রা চান স্বচ্ছ প্রশাসন।

বিন্দ্রা চান স্বচ্ছ প্রশাসন।

কলমডী কেলেঙ্কারিতে ভারতীয় অলিম্পিক সংস্থার সাসপেনশনকে অনেক প্রাক্তন খেলোয়াড়ই সমর্থন করছেন। সেই তালিকায় আছেন অভিনব বিন্দ্রাও। অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় শ্যুটার শনিবার টুইটে জানিয়েছেন, ‘‘স্ব-শাসনে কোনও লাভ হবে না। অন্তত ভারতের অলিম্পিক্স অভিযানের ক্ষেত্রে তো নয়ই। দরকার একটা স্বচ্ছ, ভালো প্রশাসন।’’ বিন্দ্রার স্পষ্ট ইঙ্গিত দেশের ক্রীড়াসংস্থায় স্বচ্ছতা আনার ব্যাপারটা সবচেয়ে আগে দেখতে হবে।

এ দিকে ক্রীড়ামন্ত্রকের ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে নির্বাসন করার ব্যাপারে শনিবার মুখ খুললেন আইওএ প্রেসিডেন্ট এন রামচন্দ্রন। তিনি বলেছেন, ‘‘ব্যক্তিগত কাজে এখন আমি নিউজিল্যান্ডে। কেন্দ্র আইওএ-কে সাসপেন্ড করেছে শুনেছি। কেন সেটাও জানি। এ ব্যাপারে আইওসি আর অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সঙ্গে কথা বলব। তার পর কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে হবে। আশা করি ব্যাপারটার দ্রুত সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।’’ সুরেশ কলমডী আর অভয়সিংহ চৌটালাকে আজীবন প্রেসিডেন্ট করার সিদ্ধান্তের শো-কজ নোটিসের জবাব না দেওয়ায় শুক্রবার ক্রীড়ামন্ত্রক নির্বাসিত করে আইওএ-কে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই ব্যাপারে কোনও সিন্ধান্তে আসার আগে আইওএ-র যে পদক্ষেপ যাচাই করবে বলে জানিয়ে দিল শনিবার। যে ভাবে দু’জন অভিযুক্ত প্রাক্তন প্রেসিডেন্টকে সংস্থার সাম্মানিক পদ দেওয়া হয়েছে তার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় অলিম্পিক সংস্থার বিরুদ্ধে? আইওসি-র মিডিয়া রিলেশনস অফিসার উত্তরে বলেছেন, ‘‘পুরো ব্যাপারটা আগে খতিয়ে দেখতে হবে। তার পরই এই নিয়ে কোনও মন্তব্য করার মতো জায়গায় আসব আমরা।’’

Abhinav Bindra IOA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy