বিদেশ সফর থাকলে ভারতীয় ক্রিকেটারদের দীর্ঘ সময় কাটাতে হয় বাড়ির বাইরে। তাই অনেক সময় ক্রিকেটারদের পরিবারের লোকজন বিদেশ সফরে তাঁদের সঙ্গ দেন। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী বা বান্ধবীদের বিদেশ সফরে থাকা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বিগত বছরে। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্তা জানালেন, ক্রিকেটারদের পরিবার বিদেশ সফরে গেলে তাঁদের থাকা-খাওয়া ও যাত্রার ব্যবস্থা করতে অতিরিক্ত চাপে পড়তে হয় বোর্ডকে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘‘দলে যদি কম সংখ্যক সদস্য থাকে, তাহলে মাঠের বাইরের ব্যবস্থাপনা করতে সুবিধা হয়। হোটেলের ঘর, ফ্লাইটের টিকিট বুকিং করতে সমস্যা হয় না।’’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পর ভারতে ফিরবে ভারতীয় দল। তারপর ইংল্যান্ডে ৩০ মে থেকে ১৪ জুলাই অবধি চলবে বিশ্বকাপ। এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটারদের পরিবারদের ব্যবস্থাপনা করাকে তাই চ্যালেঞ্জ হিসাবেই দেখছে বোর্ড। যদিও বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, অর্থ এই ব্যবস্থাপনার কাজে সমস্যা নয়।