বাইশ গজে ঘন সবুজ ঘাস। আর তা কাটার কোনও ইচ্ছাই নেই কিউরেটরের। ফলে, বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা প্রথম টেস্টে পেসাররাই সাহায্য পাবেন বলে মনে করছে ক্রিকেটমহল।
২০১৫ সালে এই মাঠেই হয়েছিল প্রথম দিন-রাতের টেস্ট। গোলাপি বলে যা চলেছিল তিনদিন। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের সেই টেস্টের ফয়সালা হয়েছিল তার মধ্যেই। ২০১৬ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া দিন-রাতের টেস্টের স্থায়িত্ব ছিল চারদিন। গত বছর এখানে অ্যাশেজের চতুর্থ টেস্ট গড়িয়েছিল পঞ্চমদিনের প্রথম সেশন পর্যন্ত।
অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়েন হঘ দিন-রাতের টেস্টের কথা ভেবে বানিয়েছিলেন সবুজ উইকেট। আর সেটাই রেখে দেওয়া হয়েছে। যদিও ৬ ডিসেম্বর শুরু হতে চলা টেস্টে লাল বল ব্যবহৃত হবে। নৈশালোকে টেস্টের মতো গোলাপি বল হাতে দৌড়ে আসবেন না বোলাররা।অবশ্য ভারত-অস্ট্রেলিয়া দুই দলেই বিশ্বমানের পেসাররা রয়েছেন। চার টেস্টের সিরিজ তাই উত্তেজক হয়ে উঠতেই পারে।