Advertisement
৩০ এপ্রিল ২০২৪

লোঢা কমিটির নির্দেশ এল সিএবি-তেও

রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে এ বার সতর্কবার্তা পাঠাল বিচারপতি লোঢা কমিটি। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি সাফ জানিয়ে দিয়েছে, তাঁদের নির্দেশ রাজ্য সংস্থাগুলো না মানলে তাদের নামে সুপ্রিম কোর্টে কার্যত নালিশ জানাতে পারেন তাঁরা। ইঙ্গিতটা স্পষ্ট, নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার দায়ে পড়তে হতে পারে রাজ্যগুলোকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৫
Share: Save:

রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে এ বার সতর্কবার্তা পাঠাল বিচারপতি লোঢা কমিটি। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি সাফ জানিয়ে দিয়েছে, তাঁদের নির্দেশ রাজ্য সংস্থাগুলো না মানলে তাদের নামে সুপ্রিম কোর্টে কার্যত নালিশ জানাতে পারেন তাঁরা। ইঙ্গিতটা স্পষ্ট, নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার দায়ে পড়তে হতে পারে রাজ্যগুলোকে।

দু’দিন আগে বিচারপতি লোঢা কমিটির যে নির্দেশিকা বোর্ডকে পাঠানো হয়েছিল, শুক্রবার তা কার্যকর করার নির্দেশ দিয়ে আলাদা করে প্রতি রাজ্য সংস্থাকেকে পাঠানো হল। বোর্ডকে পাঠানো নির্দেশ তারা রাজ্য সংস্থাগুলোকে ঠিকমতো পাঠাচ্ছে কি না, সম্প্রতি তা বোর্ডকর্তাদের কাছে জানতে চেয়েছিল লোঢা কমিটি। লোঢা কমিটি সূত্রের খবর, তার কোনও জবাব না কি দেয়নি বোর্ড। তাই এ বার বোর্ড ছাড়াও প্রতি সংস্থাকে এমনকী সংস্থার শীর্ষকর্তাদেরও আলাদা করে লোঢাদের নির্দেশ ইমেল করা হল। সিএবি-ও সেই ই-মেল পেয়েছে বলে খবর। যাতে ১৬ নভেম্বরের মধ্যে বার্ষিক সভা করে লোঢা-সুপারিশ অনুযায়ী নতুন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের সংস্থার এগজিকিউটিভ কমিটিও ওই সময়ের মধ্যে গঠন করে ফেলতে বলা হয়েছে।

ই-মেলের একেবারে নীচে সেই বার্তা। যেখানে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘‘আদালত নিযুক্ত কমিটির নির্দেশিকা বোর্ড ও তার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মানতে হবে। কোনও বাধা এলে কমিটি আদালতের কাছ থেকে তা নিয়ে সাহায্য চাইতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAB Lodha Committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE