Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জেজে, সনির গোলে ইয়াঙ্গনকে হারিয়ে দিল মোহনবাগান

ঘরের মাঠে এএফসি কাপে আবার জয় পেল মোহনবাগান। ইয়াঙ্গন ইউনাইটেডকে হারিয়ে দিল ২-৩ গোলে। এএফসিকাপের হোম ম্যাচে ঘরের মাঠে এএফসি কাপ মানেই মোহনবাগানকে খেলতে হচ্ছে গুয়াহাটিতে। কখনও এএফসি কাপ তো কখনও আই লিগ। মোহনবাগানে জয়ের ধারা চলছেই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৯:২৮
Share: Save:

মোহনবাগান ৩ (সনি, জেজে-২) ইয়াঙ্গন ইউনাইটেড ২ (মার্সেলো-২)

ঘরের মাঠে এএফসি কাপে আবার জয় পেল মোহনবাগান। ইয়াঙ্গন ইউনাইটেডকে হারিয়ে দিল ২-৩ গোলে। মোহনবাগানকে খেলতে হচ্ছে গুয়াহাটিতে। কখনও এএফসি কাপ তো কখনও আই লিগ। মোহনবাগানে জয়ের ধারা চলছেই। সে অ্যাওয়ে ম্যাচ হোক বা হোম ম্যাচ। সময়টা দারুণ যাচ্ছে সবুদ-মেরুণের। আই লিগে কোচ সঞ্জয় সেন নির্বাসিত হওয়ায় বেঞ্চে বসতে পারছেন না ঠিকই। কিন্তু এএফসি কাপে তিনি থাকছেন বে়ঞ্চে। বুধবার গুয়াহাটিতে ইয়াঙ্গন ইউনাইটেডের বিরুদ্ধে শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছে মোহনবাগান।

• খেলা শেষ। মোহনবাগান ৩, ইয়াঙ্গন ২।

• ৮৫ মিনিট খেলা হয়ে গিয়েছে। নির্ধারতি সময়ের বাকি আর ৫ মিনিট।

• ৭৮ মিনিট, মোহনবাগান ৫, ইয়াঙ্গন ২।

• নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ফেললেন জেজে লালপেখলুয়া।

• ৭০ মিনিটের খেলা চলছে।

• ৬৬ মিনিট, মোহনবাগানের তৃতীয় গোল।

• ৬৪ মিনিট, গোল ইয়াঙ্গনের। গোল করলেন সেই মার্সেলোই।

• ৫৬ মিনিট, মোহনবাগান ২, ইয়াঙ্গন ১।

• মোহনবাগানের অবশ্যই লক্ষ্য থাকবে ব্যবধান ধরে রেখে গোলের জন্য ঝাঁপানো।

• দ্বিতীয়ার্ধে এখনও কোনও পক্ষই আর গোল করতে পারেনি।

• ৫০ মিনিট খেলা হয়েছে।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের শেষে মোহনবাগান ২, ইয়াঙ্গন ১।

• প্রথমার্ধের খেলা শেষ।

• মার্সেলোর গোলে ব্যবধান কমাল ইয়াঙ্গন।

• ৩৩ মিনিট, গোল হজম মোহনবাগানের।

• ৩২ মিনিট, প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে।

• ২১ মিনিট, দ্বিতীয় গোল করে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দিলেন জেজে লালপেখলুয়া।

• ১০ মিনিট, ম্যাচের ১০ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সনি নর্ডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE