বিতর্কে জড়ালেন তোফায়েল আহমেদ রাইহান। ২৫ বছরের অলরাউন্ডারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। তোফায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে বাংলাদেশ পুলিশ।
জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি তোফায়েল। তবে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের ক্রিকেটমহলে যথেষ্ট পরিচিত মুখ তোফায়েল। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অস্বস্তি তৈরি হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তোফায়েলের। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুরুতে তোফায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই মহিলা। পরে তিনি রাজি হলে সম্পর্ক এগোয়। মহিলার অভিযোগ, তোফায়েল তাঁকে ঢাকার গুলশান এলাকার একটি হোটেলে নিয়ে যান। স্ত্রী বলে পরিচয় দেন। শুধু তা-ই নয়, তাঁর সম্মতি ছাড়াই শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক বার তোফায়েল সহবাস করেছেন। অথচ তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন তোফায়েল। প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে গত ১ অগস্ট গুলশান থানায় ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং প্রতারণার অভিযোগ দায়ের করেন।
মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গুলশান থানার পুলিশ। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তাঁর সঙ্গে তোফায়েলের কথা, চ্যাটের নথি, হোটেল বুকিংয়ের তথ্য-সহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে পাওয়া প্রমাণের ভিত্তিতে চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে। এক তদন্তকারী বলেছেন, ‘‘মহিলার অভিযোগ ভিত্তিহীন নয়। আমাদের হাতে বেশ কিছু প্রমাণ রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর আদালতে মামলাটির শুনানি হতে পারে।’’
এফআইআর দায়ের হওয়ার পর আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তোফায়েল। গত ২৪ সেপ্টেম্বর তাঁর ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদালত। যদিও জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তোফায়েলকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ সেই নির্দেশ মানেননি ২৫ বছরের অলরাউন্ডার।
মামলা চললেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন তোফায়েল। গত নভেম্বরে হংকং সিক্স প্রতিযোগিতাতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। দলকে ফাইনালে তুলতে বিশেষ ভূমিকা ছিল তাঁর। অপরাধ প্রমাণ হলে তোফায়েলের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর।