Advertisement
E-Paper

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ব্যাট হাতে কোহালির চেয়ে কে এগিয়ে জানেন?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে মোট টেস্ট রানে আজহারউদ্দিনকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে অশ্বিন ও কোহালির সামনে। আজহারকে স্পর্শ করতে অশ্বিনের দরকার ২৯ রান, কোহালির দরকার ৩৭ রান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ১৩:৪৯
ব্যাটসম্যান অশ্বিনও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভরসা দেবেন অধিনায়ক কোহালিকে।

ব্যাটসম্যান অশ্বিনও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভরসা দেবেন অধিনায়ক কোহালিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ভারতীয় দলের সফলতম ব্যাটসম্যান কে জানেন? না, বিরাট কোহালি নন। নন চেতেশ্বর পূজারা বা অজিঙ্ক রাহানেও। অবাক হতেই পারেন। কিন্তু সত্যিটা হল, ঘোষিত স্কোয়াডে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন রবিচন্দ্রন অশ্বিনই!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিন এখনও পর্যন্ত করেছেন ৫১০ রান। নয় টেস্টের ১০ ইনিংসে ৫৬.৬৬ গড়়ে যা এসেছে। তাঁর শতরানের সংখ্যা চারটি। তুলনায়, কোহালি এখনও পর্যন্ত করেছেন ৫০২ রান। যা এসেছে ১০ টেস্টের ১৩ ইনিংসে। ব্যাটিং গড়েও পিছিয়ে কোহালি। তাঁর গড় ৩৮.৬১। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোহালির শতরানও মাত্র একটি।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। অশ্বিনের আবার একটিও পঞ্চাশ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহালির সর্বাধিক রান হল ২০০। অশ্বিন এটাতেও পিছিয়ে। তাঁর সর্বাধিক রান হল ১২৪। তবে মোট রান, গড় ও শতরানের সংখ্যায় কোহালিকে পিছনে ফেলেছেন অশ্বিন।

আরও পড়ুন: দাউদ ইব্রাহিমকে ড্রেসিং রুম থেকে বের করে দিয়েছিলেন কপিল দেব!​

আরও পড়ুন: রোহিত নয়, যে যে কারণে বিরাটকেই আসন্ন বিশ্বকাপে অধিনায়ক রাখা উচিত

জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট রাজকোটে শুরু হচ্ছে বৃহস্পতিবার। দ্বিতীয় টেস্ট হায়দরাবাদে চলবে ১২ অক্টোবর থেকে। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট টেস্ট রানে মহম্মদ আজহারউদ্দিনকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে অশ্বিন ও কোহালির সামনে। আজহারকে স্পর্শ করতে অশ্বিনের দরকার ২৯ রান। কোহালির দরকার ৩৭ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজহারউদ্দিন করেছিলেন ৫৩৯ রান।

অশ্বিন-কোহালি অবশ্য এর মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনিসৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এমএসডি করেছিলেন ৪৭৬ রান। সৌরভ করেছিলেন ৪৪৯ রান। দুই প্রাক্তন অধিনায়ককে টপকে যাওয়ার পর অশ্বিন-কোহালির সামনে ভারতীয় ক্রিকেটের আর এক সফল অধিনায়ক।

গ্রাফিক: সৌভিক দেবনাথ

পরিসংখ্যান জানাচ্ছে, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক ২৭৪৯ রানের রেকর্ড রয়েছে সুনীল গাওস্করের। তারপর আছেন রাহুল দ্রাবিড় (১৯৭৮ রান)। তালিকার তিনে আছেন ভিভিএস লক্ষ্মণ (১৭১৫ রান)। চারে সচিন তেন্ডুলকর (১৬৩০ রান), পাঁচে দিলীপ বেঙ্গসরকর (১৫৯৬ রান), ছয়ে গুন্ডাপ্পা বিশ্বনাথ (১৪৫৫ রান), সাতে পলি উমরিগড় (১৩৭২ রান), আটে কপিল দেব (১০৭৯ রান), নয়ে মোহিন্দর অমরনাথ (১০৭৬ রান), দশে অংশুমান গায়কোয়াড় (১০৩২ রান)। পরপর আছেন বীরেন্দ্র সহবাগ (৮৮৮ রান), চান্দু বোরদে (৮৭০ রান), রবি শাস্ত্রী (৮৪৭ রান), দিলীপ সারদেশাই (৮১১ রান), বিজয় হাজারে (৭৩৭ রান), নভজ্যোৎ সিংহ সিধু (৭১৮ রান), পঙ্কজ রায় (৭১৭ রান), বিজয় মঞ্জরেকর (৫৬৯ রান), রুসি মোদি (৫৬০ রান) আজহারউদ্দিন (৫৩৯ রান) ও ওয়াসিম জাফর (৫২৮ রান)। অশ্বিন ও কোহালি রয়েছেন এর পরে।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

Cricket Cricketer Virat Kohli Ravichandran Ashwin India Cricket West Indies Cricket Azharuddin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy