এটিকেতে জবি জাস্টিনের সই বৈধ কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কেরল স্ট্রাইকারের চুক্তি সংক্রান্ত কাগজপত্র দেখে ফেডারেশন পুরো বিষয়টি নিয়ে শনিবার রাজ্য ফুটবল সংস্থাকে (আইএফএ) তদন্ত করে তাদের মতামত জানাতে বলল।
ফেডারেশনের চিঠি হাতে পাওয়ার পরই জবি জাস্টিন এবং ইস্টবেঙ্গলকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘জবির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি সংক্রান্ত কাগজপত্র আমরা দেখেছি। ফেডারেশন তদন্ত করে আমাদের মতামত জানাতে বলেছে। আমরা জবি এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিকে ডেকে পাঠাচ্ছি।’’ তিনি এও জানিয়ে দেন, ‘‘সামনের সপ্তাহে দু’পক্ষকে ডেকে পাঠাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানিয়ে দেব ফেডারেশনকে।’’
পুরনো ক্লাব ইস্টবেঙ্গলকে টোকেন এবং একটি চিঠি দিয়েও এটিকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন জবি। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এটিকে-র ঘোষণার পরই। সেই সময় জবি বলেছিলেন, ‘‘ইস্টবেঙ্গলে খেলতে চেয়েছিলাম, কিন্তু ওরা রাখতে চায়নি। আমি তাই এটিকে-র সঙ্গে চুক্তি করেছি।’’ এ বারের দলবদল যে হেতু বিনিয়োগকারীরাই দেখছেন, সে জন্য ক্লাব কর্তারা অপেক্ষা করছিলেন, তাঁরা কী করেন দেখার জন্য। বিনিয়োগকারীদের চেয়ারম্যান পুরো বিষয়টি ক্লাবকে দেখতে বলার পরই আসরে নামেন লাল-হলুদ কর্তারা। তাঁরা জবির সঙ্গে ক্লাবের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেন ফেডারেশন ও আইএফএতে। তার জেরেই তদন্তে নামছে আইএফএ।