Advertisement
০৬ মে ২০২৪
Sports News

১৭ বিশ্বকাপের পর অনূর্ধ্ব-২০ও লক্ষ্য ভারতের

বছর ঘুরলেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। যার জন্য সাজ সাজ রব দেশ জুড়ে। সেই উৎসবের আবহের মধ্যেই আগাম খবর জানিয়ে রাখলেন সর্ব ভা্রতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল পটেল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করেই অনূর্দ্ব-২০র বাজিমাত করতে চান তিনি।

এআইএফএফ সভাপতি প্রফুল পটেল। ছবি: পিটিআই।

এআইএফএফ সভাপতি প্রফুল পটেল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ২২:৩৪
Share: Save:

বছর ঘুরলেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। যার জন্য সাজ সাজ রব দেশ জুড়ে। সেই উৎসবের আবহের মধ্যেই আগাম খবর জানিয়ে রাখলেন সর্ব ভা্রতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল পটেল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করেই অনূর্দ্ব-২০র বাজিমাত করতে চান তিনি। তিনি বলেন, ‘‘পরের বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতীয় ফুটবলের জন্য একটা মাইলস্টোন। যে কারণে দেশের অনূর্ধ্ব-১৬ ও ১৭ ফুটবলারদের দিকে নজর রাখা হচ্ছে। যাতে আগামী কয়েক বছর একসঙ্গে খেলে একটা ভাল দল গড়ে ওঠে।’’

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই ফুটবলার তৈরির কাজে নেমে পড়েছে এআইএফএফ। যাতে একটা শক্তিশালী দল গড়া যায়। প্রফুল পটেল বলেন, ‘‘অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আমলা সেরাটাই দেব তার পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য আবেদন জানাব। আমরা ইতিমধ্যেই ফিফার কম্পিটিশন কমিটিকে জানিয়েছি যে আমরা সব থেকে সামনে ২০১৯এ যে বিশ্বকাপের ইভেন্ট রয়েছে সেটা আয়োজন করতে চাই। আর এটাও আমাদের গ্রাসরুট ফুটবলকে উন্নত করবে।’’

২০২২ কাতার বিশ্বকাপকে মাথায় রেখেই এই মুহূর্তে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলেন, ‘‘২০২২ বিশ্বকাপের যোগ্যতা করতে চাই। অনূর্ধ্ব-১৬ অনেকেই খুব প্রতিভাবাণ। যারা ২০২২ জাতীয় দলের জন্য তৈরি হয়ে যাবেন।’’ এর মধ্যে বেঙ্গালুরু উত্থানের কথাও বলেছেন সভাপতি। তিনি বলনে, ‘‘এএফসি কাপে রানার্স হওয়াটা ভারতীয় ফুটবলের ঐতিহাসিক ঘটনা। আমাদের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলও ভাল খেলেছে এএফসি চ্যাম্পিয়নশিপে। দোহায় বেঙ্গালুরুর সমর্থন দেখে অবাক হয়ে গিয়েছি।’’

আরও খবর

জয়ে ফেরা হল না কলকাতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AIFF Praful Patel World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE