Advertisement
১১ মে ২০২৪

বোমা ফাটিয়ে চাকরি ছাড়লেন কোচ জাডেজা

দিল্লি কোচ হিসেবে নিযুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যে চাকরিতে ইস্তফা দিলেন অজয় জাডেজা। দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) অভ্যন্তরীণ কোন্দলের কথা প্রকাশ্যে এনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলে দিলেন, যেখানে সংস্থা নিজেদের স্বার্থে প্লেয়ারদের ব্যবহার করে, সেখানে তিনি থাকবেন না।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০৩:৩৪
Share: Save:

দিল্লি কোচ হিসেবে নিযুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যে চাকরিতে ইস্তফা দিলেন অজয় জাডেজা। দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) অভ্যন্তরীণ কোন্দলের কথা প্রকাশ্যে এনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলে দিলেন, যেখানে সংস্থা নিজেদের স্বার্থে প্লেয়ারদের ব্যবহার করে, সেখানে তিনি থাকবেন না।

গৌতম গম্ভীরের টিমের সঙ্গে কিছু দিন আগেই কোচ হিসেবে যোগ করা হয়েছিল জাডেজাকে। দিল্লি ক্রিকেট মহলের খবর, ডিডিসিএ কর্তারা নন, জাডেজার প্রধান সমস্যা নাকি ছিলেন ক্যাপ্টেন নিজে। মানে, গৌতম গম্ভীর। এটাও বলা হচ্ছে, জাডেজা-গম্ভীরের সম্পর্ক প্রথম দিন থেকেই নাকি খুব ভাল ছিল না। যা জাডেজার চাকরি ছাড়ার আসল কারণ।

কোচ জাডেজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয় যখন তিনি টিমের সঙ্গে জয়পুরে রঞ্জির প্রথম ম্যাচে যাওয়া বাতিল করেন। তখন দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁর ছেলে অসুস্থ বলেই এই সিদ্ধান্ত। কিন্তু এ দিন জাডেজা স্পষ্ট জানিয়ে দিলেন, কোচ হিসেবে তাঁর মতামতকে কোনও গুরুত্বই দিচ্ছিল না দিল্লির ক্রিকেট প্রশাসন। গম্ভীরের নাম তিনি কোথাওই আনেননি। সরকারি বক্তব্যে পুরো দায় চাপিয়ে দিয়েছেন ডিডিসিএ-র উপর।

‘‘খবরের কাগজে পড়লাম যে, অমিত ভাণ্ডারীকে বোলিং কোচ করা হয়েছে বলে আমি নাকি টিমের সঙ্গে জয়পুর যাইনি। ঘটনাটা তা নয়। আসলে ডিডিসিএ নিজেদের স্বার্থে প্লেয়ারদের এত ব্যবহার করে যে, সেখানে কোনও কাজ করা সম্ভব নয়। আমি যা বলতাম, তা ওদের কাছে কোনও গুরুত্বই পেত না,’’ বলেছেন ক্ষুব্ধ জাডেজা। সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি এসেছিলাম এটা দেখতে যে, ক্রিকেট আর ক্রিকেটারদের ক্ষতি যেন না হয়। দুঃখের হল, ডিডিসিএ-র কোনও গোষ্ঠীতেই আমি ঢুকতে পারিনি।’’

এই পরিস্থিতিতে বিজয় দাহিয়াকে ফের দিল্লির কোচ করা হতে পারে বলে খবর। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন দাহিয়া। দু’জনের মধ্যে সম্পর্ক খুবই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ajay Jadeja Delhi coach cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE