Advertisement
২০ মে ২০২৪

বিমানবন্দর থেকেই অনুশীলনে মেনেন্দেস

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

কলকাতায় ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি ইস্টবেঙ্গলের অনুশীলনে। —ফাইল চিত্র।

কলকাতায় ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি ইস্টবেঙ্গলের অনুশীলনে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৩:২৪
Share: Save:

আই লিগে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের পরেই কোচিং লাইসেন্স পুনর্নবীকরণ করতে স্পেনে ফিরে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস। রবিবার সকালে কলকাতায় ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি চলে আসেন যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে ইস্টবেঙ্গলের অনুশীলনে।

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তাই দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি উপেক্ষা করেই রবিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন স্প্যানিশ কোচ। এ দিন সকালে ঘণ্টাখানেক অনুশীলন করান তিনি। কখনও মাঠ ছোট করে অনুশীলন ম্যাচ। কখনও আবার পুরো মাঠ ব্যবহার করলেন অনুশীলন ম্যাচের সময়। আজ, সোমবার যুবভারতীতে অনুশীলন করেই ভুবনেশ্বর রওনা হবেন জবি জাস্টিনেরা।

আই লিগ টেবলে এই মুহূর্তে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সিটি এফসি। দুই ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবলে দশম স্থানে থাকা ইন্ডিয়ান অ্যারোজের পয়েন্ট ১০ ম্যাচে ১০। যদিও চব্বিশ ঘণ্টা আগেই আইজল এফসি-কে ১-০ হারিয়েছে ইন্ডিয়ান অ্যারোজ। আই লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হন রোহিত ধানু। এই কারণেই পয়েন্ট টেবলে পাঁচ ধাপ পিছিয়ে থাকা বিদেশিহীন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দলকে গুরুত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের প্রাক্তন কোচ। আলেসান্দ্রোর কথায়, ‘‘ইন্ডিয়ান অ্যারোজের খেলা বেশি দেখিনি। একঝাঁক প্রতিশ্রুতিমান ফুটবলারকে নিয়ে তৈরি দল। প্রত্যেক দিনই ওরা উন্নতি করছে। তাই আমরা যদি ভাবি সহজেই জিতব, ভুল করব।’’ আলেসান্দ্রো কোচিং লাইসেন্স পুনর্নবীকরণ করে স্পেন থেকে ফিরে এসেছেন। কিন্তু দলের প্রধান স্ট্রাইকার এনরিকে এসকুয়েদা চোট সারিয়ে কবে যোগ দেবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE